সরকারি বাস পরিষেবার পাশাপাশি বেসরকারি কোম্পানি গুলিকেও সরকারি সহযোগিতা করে বাস চালানোর উদ্যোগ নেওয়া হয় রাজ্যে। তারপরও দেখা গেছে বহু রুটে বাসের সংখ্যা ক্রমশ কমেছে কয়েক বছরে। এর ফলে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে যাত্রী ভোগান্তির ছবি উঠে আসে। কোথাও বাসের সংখ্যা কম হওয়ায় সময় ও খরচ বেশি হয়েছে মানুষের। এবার সাধারণ যাত্রীদের দিক গুরুত্ব রেখে নতুন করে বাস চলাচলের উদ্যোগ নেয়া হয়েছে রাজ্য পরিবহণ বিভাগের পক্ষ থেকে।
advertisement
আরও পড়ুন ২ বারে স্বাদ মেটেনি! ৬০ পা দেওয়ার আগে আবারও একবার আমিরের বিয়ে, হাঁটুর বয়সী পাত্রী সবার চেনা
বেসরকারি বাঁশের পাশাপাশি বিভিন্ন স্থানের সরকারি বাস রুট চালু করা হয়েছে নতুন করে। এবার সেই মত পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের পক্ষ থেকে হাওড়ার মৌরিগ্রাম থেকে রাজাবাজার পর্যন্ত একটি নতুন বাস রুটের সূচনা হয়।
আরও পড়ুন২ বারে স্বাদ মেটেনি! ৬০ পা দেওয়ার আগে আবারও একবার আমিরের বিয়ে, হাঁটুর বয়সী পাত্রী সবার চেনা
মৌড়িগ্রাম স্টেশন থেকে চালু হল এক নতুন সরকারি বাস রুট। এই নতুন রুট নম্বর টি ১৬। এই রুটে মৌড়িগ্রাম থেকে রাজাবাজার এবং রাজাবাজার থেকে মৌরিগ্রাম বাস চলাচল করবে। এই দুই গন্তব্যের মাঝে চুনাভাটি, বকুলতলা, দানেশ শেখ লেন, দ্বিতীয় হুগলী সেতু, রবীন্দ্র সদন, পার্ক স্ট্রিট, ধর্মতলা, শিয়ালদহ বলে জানা গেছে। এই বাস রুট চালু হওয়ায় খুশি বাস যাত্রীরা।
রাকেশ মাইতি