গভীর রাতে নদিয়ার দক্ষিণ আড়ংঘাটার সাহাপাড়ার এক বিয়ে বাড়িতে হানা দেয় চোরের দল। জানা গিয়েছে, দক্ষিণ আড়ংঘাটার সাহাপাড়ার সর্গীয় অরুন পালের ছোট মেয়ের বিয়ে ছিল এদিন। তাই দু’দিন আগে থেকেই আত্মীয় স্বজনরা বিয়ে বাড়িতে আসা শুরু করে। বিয়ে হওয়ায় সব কিছু গুছিয়ে পরিবারের লোকজনদের শুতে রাত আড়াইটে বেজে যায়। হয়তো তাদের ঘুমের অপেক্ষাতেই কোথাও ঘাপটি মেরে বসেছিল চোরের দল।
advertisement
বিয়ে বাড়ির লোকজন যেই চোখের পাতা এক করেছে, সেই সুযোগে ঘরের মধ্যে ঢোকে চোরের দল। আশ্চর্যের বিষয়, সেই ঘরেই ঘুমাচ্ছিলেন ছেলে রামপ্রসাদ পাল। তার মাথার কাছে শো-কেস খুলে কিছু না পেয়ে নিচে রাখা আত্মীয় স্বজনদের তিনটে ব্যাগকে টার্গেট করে চোরের দল। একটা ব্যাগের চেন খুলতেই পাশের ঘরে শুয়ে থাকা একটা বাচ্চা বিছানা থেকে পড়ে গিয়ে চিৎকার করে। সেই শিশু কেঁদে উঠতেই তিনটে ব্যাগের মধ্যে দুটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় চোর।
তবে ভাগ্য সহায় ছিল হয়তো, সেই ব্যাগের মধ্যেই ছিল সোনার গয়না। সেই ব্যাগটা ফেলে অন্য দুটো ব্যাগ নিয়ে পালিয়ে যায় চোর। সকাল হতেই পরিবারের লোকজন দেখতে পায় শো-কেস খোলা, দুটো ব্যাগ নেই। তারপরেই তারা ব্যাগের খোঁজ করতে গিয়ে দেখতে পান বাড়ির থেকে একটু দুরে ব্যাগের থেকে জামা কাপড় সব বার করে ফেলে গিয়েছে চোরের দল। ঘরের মধ্যে অনেক গুলো মোবাইল ফোন থাকলেও একটি ব্যাগেও হাত দেয়নি তারা। পুলিশের অনুমান, চোরেদের প্রথম টার্গেট ছিল নগদ টাকা এবং সোনার গয়না। আর টাকা গয়না না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরে চোরের দল।
Mainak Debnath