Dr*unk Staff Nurses: হাসপাতালের ওয়ার্ডে ম*দে চুর দুই নার্স, মুহুর্মুহু ছাড়ছেন সি*গারেটের ধোঁয়া! তারপর যা কাণ্ড ঘটালেন দু'জনে...! এই ঘটনা বিরলের চেয়েও বিরল
- Published by:Shubhagata Dey
Last Updated:
Drunk Staff Nurses: উনার একটি সরকারি হাসপাতালে দুই মহিলা স্টাফ নার্সকে মদ্যপান করতে দেখা গিয়েছে বলে অভিযোগ। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং রিপোর্ট তৈরি করা হয়েছে।
উনাঃ সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মদ্যপানের আসর বসিয়েছিলেন দুই নার্স! দেখা গিয়েছে সিগারেটে সুখটান দিতেও। হিমাচল প্রদেশের উনা জেলার একটি সরকারি হাসপাতালের ঘটেছে লজ্জাজনক এই ঘটনাটি। তবে ঘটনাটি হয়তো জানাজানি হত না, কিন্তু দুই মহিলা কর্মী রাতে আচমকাই বমি করতে শুরু করেন। তাতেই সব সত্যি সামনে চলে আসে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব, সেই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, পুরো ঘটনাটি ঘটেছে ৫ অগাস্ট মঙ্গলবার দিবাতে। উনা রিজিওনাল হাসপাতালে দু’জন স্টাফ নার্স এত বেশি মদ্যপান করেন যে তাঁরা বমি করতে শুরু করেন। মুহূর্তে হাসপাতালের মধ্যে হইচই পড়ে যায়। প্রাথমিক তদন্তে সামনে এসেছে, অভিযুক্ত দুই নার্সের মধ্যে একজন মেডিক্যাল ওয়ার্ডে এবং অন্যজন সার্জিক্যাল ওয়ার্ডে কর্মরত ছিলেন। রাতে ডিউটিতে থাকাকালীন সময়ে ওয়ার্ডে বসেই মদ্যপান করেন। এতে একজন নার্সকে ডেপুটেশনে পাঠানো হলেও বিষয়টি জানাজানি হওয়ার পর তার ডেপুটেশন বাতিল করে ফের নিজের জায়গায় পাঠান হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ আপনি কি জানেন রাশিয়ায় ভারতের ১০০ টাকা নিয়ে গেলে কত রুবল হাতে পাবেন? অঙ্কটা কিন্তু চমকে দেওয়ার মতো
গত ৪ অগাস্ট তিনি মদ্যপান করেন। তদন্তে নেমে জানা গিয়েছে, ওই দুই স্টাফ নার্স দু’দিন ধরে লাগাতার মদ্যপান ও ধূমপান করে করছিলেন। ৪ অগাস্ট রাতে সার্জিক্যাল ও মেডিক্যাল ওয়ার্ডে মদ্যপান করেন। সব রোগীদের পড়ুয়াদের উপরে ছেড়ে এই কাণ্ড ঘটান। শিক্ষানবিশদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বারে বারে পুরুলিয়া গেলেও এই ‘৫’ জায়গার সন্ধান পাননি অনেকেই, এবারের ছুটিতে অফবিট স্পটগুলি ঘুরে আসুন, ছবির চেয়েও সুন্দর
শিক্ষানবিশ এক নার্স জানান, দুপুর ১০টা থেকে রাত দু’টো পর্যন্ত দুই নার্সই হাসপাতালের ভিতরে মদ্যপান করেন। মঙ্গলবার রাতে পরিস্থিতি আরও খারাপ হয় যখন হাসপাতাল চত্বরে একজন নার্স মদ্যপ অবস্থায় বমি করতে শুরু করেন। উনার রিজিওনাল হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ সঞ্জয় মানকোটিয়া জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বিস্তারিত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, যে বা যারা দোষী প্রমাণিত হবে যথাযথ শাস্তি দেওয়া হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 1:16 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Dr*unk Staff Nurses: হাসপাতালের ওয়ার্ডে ম*দে চুর দুই নার্স, মুহুর্মুহু ছাড়ছেন সি*গারেটের ধোঁয়া! তারপর যা কাণ্ড ঘটালেন দু'জনে...! এই ঘটনা বিরলের চেয়েও বিরল