TRENDING:

লক্ষ্মীপুজোর দিনে দুপুরে ভয়ঙ্কর কাণ্ড! শিক্ষকের বাড়ি থেকে উধাও ১০ লক্ষ টাকার সোনার গয়না সহ নগদ! কীভাবে?

Last Updated:

লক্ষ্মীপুজোর দিনে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং এক নম্বর দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের ঢালিপাড়া গ্রামে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা, অনুপ বিশ্বাস: লক্ষ্মীপুজোর দিনে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং এক নম্বর দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের ঢালিপাড়া গ্রামে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। যে চুরির ঘটনায় ৯ থেকে ১০ লক্ষ টাকার সোনার গয়নার পাশাপাশি চুরি যায় ২৫ থেকে ৩০ হাজার টাকা নগদ।
শিক্ষকের বাড়িতে চুরি
শিক্ষকের বাড়িতে চুরি
advertisement

জানা যাচ্ছে, লক্ষ্মীপুজোর দিন দিনে দুপুরে এমন চুরির ঘটনাটি ঘটে। চুরির ঘটনাটি ঘটে ওই এলাকার শিক্ষক বিপ্লব দাসের বাড়িতে। দিনে দুপুরে এমন ছুরির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে শিক্ষক বিপ্লব দাস ও তার পরিবারের মানুষজনদের মধ্যে। কিন্তু দিনে দুপুরে কীভাবে ঘটল এমন ঘটনা?

আরও পড়ুন: সুন্দরবনে লাফিয়ে লাফিয়ে বাড়ল ৫ প্রজাতির মাছরাঙা! কোনটির কত? জানলে মন ভাল হয়ে যাবে আপনারও

advertisement

জানা যাচ্ছে, তারা সোমবার দুপুরে ক্যানিং বাজারে কেনাকাটার জন্য সপরিবারে বাজারে যান। প্রায় সাড়ে চারটের সময় বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভেঙে তিন তিনটে আলমারি তছনছ করে প্রায় ৯ থেকে ১০ লক্ষ টাকার সোনার গহনা ও নগদ ২৫ থেকে ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনার খবর পায় ক্যানিং থানার পুলিশ, ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

advertisement

আরও পড়ুন: ভিন রাজ্যে কাজ করে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন স্বামী! নতুন কাজে সঙ্গ দেন স্ত্রী, তাতেই ভাগ্য ঘুরে গেল দম্পতির

সেরা ভিডিও

আরও দেখুন
গাড়ির শো-রুমে আগুন, দাউ দাউ করে পুড়ল ৯ গাড়ি! কোথায়, কীভাবে ঘটল এমন ঘটনা? দেখুন ভিডিও
আরও দেখুন

গত কয়েকদিন আগে ক্যানিং থানার রামমোহন পল্লীতে ফাঁকা বাড়ি থাকার সুযোগে প্রায় ১০ থেকে ১২ ভরি সোনার গহনা ও আড়াই থেকে তিন লক্ষ টাকা চুরির অভিযোগ হয় ক্যানিং থানায়। সেই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ চুরির কিনারা করতে পারেনি। তারপরে আবারও ক্যানিংয়ে দিঘীরপাড় অঞ্চলের ঢালীপাড়ায় দিনে দুপুরে চুরিতে যথেষ্ট আতঙ্কে রয়েছে। এই ঘটনায় পরিবার যথেষ্ট নিরাপত্তার অভাব বোধ করছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লক্ষ্মীপুজোর দিনে দুপুরে ভয়ঙ্কর কাণ্ড! শিক্ষকের বাড়ি থেকে উধাও ১০ লক্ষ টাকার সোনার গয়না সহ নগদ! কীভাবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল