সারি সারি ছাগল চলেছে বিচরণ করতে। কমবেশি সকলের মুখেই রয়েছে মাস্ক। এই অবাক কাণ্ড দেখে হতবাক সকলে। এই বিষয়ে ওই ছাগলের মালিক অতিকা কুইরি বলেন, চরাতে নিয়ে গেলে অনেক সময়ই লোকের জমিতে সবজি-ফসল খেয়ে নেয় ছাগল। তাতে চাষিদের অনেক ক্ষতি হয়ে যায়, তৈরি হয় সমস্যা। যাতে লোকের জমির কোনও ক্ষতি না হয় সেই কারণেই এই উদ্যোগ নিয়েছেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে পাচারের চেষ্টা, গাড়িতে ছিল…! ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে প্ল্যান ভেস্তে দিল পুলিশ
এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা আনন্দ মাহাতো বলেন, উনি যে উদ্যোগ নিয়েছেন সেটা খুবই ভাল। বাকিদেরও এর থেকে শিক্ষা নেওয়া উচিত। এর ফলে চাষিদের জমিতে ক্ষয়ক্ষতি হবে না। এই উদ্যোগের প্রশংসা করেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
করোনা রুখতে মাস্ক পরেছিল মানুষ। সেই ভাইরাসের প্রকোপ কমতেই মানুষের জীবন থেকে বিদায় নিয়েছে মাস্ক। তবে এবার মানুষের বদলে রাস্তায় মাস্ক পরে নেমেছে ছাগল। এই দৃশ্য দেখে অনেকেই ভিড়মি খাচ্ছেন। অনেকে আবার কৌতূহলের সঙ্গে ছাগলগুলিকে দাঁড়িয়ে দেখছেনও। অদ্ভুত এই কাণ্ড ঘটিয়ে রীতিমত শোরগোল ফেলে দিয়েছেন ওই ছাগলের মালিক।