রাতের অন্ধকারে পাচারের চেষ্টা, গাড়িতে ছিল...! ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে প্ল্যান ভেস্তে দিল পুলিশ

Last Updated:

গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় পুলিশ

চোরাই শাল কাঠ উদ্ধার
চোরাই শাল কাঠ উদ্ধার
মালবাজার, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ মালবাজারের ওদলাবাড়ি এলাকায় পুলিশের অভিযান। বাজেয়াপ্ত করা হয় প্রায় ২ লক্ষ টাকার চোরাই শাল কাঠ। পুলিশের ধাওয়া খেয়ে চোরাই কাঠ বোঝাই গাড়ি গ্রামে ঢুকে লাইনের খুটিতে ধাক্কা মারে। চালক ও খালাসি পালিয়ে গেলেও উদ্ধার হয় শাল কাঠ।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মালবাজার থানার পুলিশ একটি সন্দেহজনক পিকআপ ভ্যানকে ধাওয়া করে। পুলিশের পরিকল্পনা অনুযায়ী বাগ্রাকোট এলাকার ঘীস নদীর ধারে সাদা পোশাকে একটি দল আগে থেকেই লুকিয়ে ছিল। পুলিশ ধাওয়া করলে ভ্যানটি পালানোর চেষ্টা করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটিতে ধাক্কা মারে। সেই সুযোগে চালক ও খালাসি পালিয়ে যান।
advertisement
আরও পড়ুনঃ মাছ ধরতে গিয়ে দুর্ঘটনা! রায়দিঘির নিখোঁজ মৎসজীবীর পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ, দিলেন বড় আশ্বাস 
গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে শাল কাঠ উদ্ধার হয়। যার বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা। পুলিশের অনুমান, কাঠগুলি চোরাই পথে পাচার করা হচ্ছিল। বাজেয়াপ্ত কাঠ বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
advertisement
advertisement
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে এই অভিযান চালায় মালবাজার থানার পুলিশ। তাঁদের তৎপরতায় উদ্ধার হয় প্রচুর পরিমাণে শাল কাঠ। চোরাই পথে এই কাঠগুলি পাচার করা হচ্ছিল বলে অনুমান করছে পুলিশ।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রাতের অন্ধকারে পাচারের চেষ্টা, গাড়িতে ছিল...! ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে প্ল্যান ভেস্তে দিল পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement