কাঁচের ট্রফি ও মেমেন্ট কোনওরকম যত্ন ছাড়াই উজ্জ্বল হয়ে থাকে বছরের পর বছর। সেই দিক থেকে অনেকটাই পিছিয়ে মেটাল ও ফাইবারের জিনিস। যে কারণে বর্তমান সময়ে মেটাল ও ফাইবার জিনিসের পরিবর্তে কাঁচের কফি ও মেমেন্টোর চাহিদা বাড়ছে। এই জিনিস চাহিদা বাড়ার অন্যতম কারণ মূল্যের দিক থেকে অনেকটা সাশ্রয়ী।
advertisement
৪-৬ ইঞ্চি থেকে শুরু করে এক-দুই ফুট উচ্চতার কাঁচের তৈরি ট্রফি ও মেমেন্টোর দারুণ চাহিদা রয়েছে বাজারে। আরও বেশি আকর্ষণীয় দিক হল ক্রেতার চাহিদা মতো কাস্টমাইজড করে দিচ্ছেন বিক্রেতা বা প্রস্তুতকারক। প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক মঞ্চে দিনে দিনে চাহিদা বাড়ছে এই কাঁচের তৈরি জিনিসের। দেখতে দারুণ আকর্ষণীয়, এর দাম মাত্র ৮০-১০০ টাকা থেকে শুরু।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে প্রস্তুতকারক সৌম্যতনু মুখার্জি জানান, ক্রমশ চাহিদা বাড়ছে কাঁচের তৈরি ট্রফি ও মেমেন্টো। বিভিন্ন খেলার সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রফি তৈরি হচ্ছে ফলে খুব সহজেই মানুষের মন আকৃষ্ট করছে। তিনি আরও জানান, গত কয়েক বছরে এর চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। হাওড়া টু চ্যাটার্জিহাট সংলগ্ন বাজারে গত কয়েক বছর যাবত এই ট্রফির চাহিদা রয়েছে। যত সময় যাচ্ছে তত চাহিদা বাড়ছে।





