TRENDING:

Jhargram News : অল্প বয়সে জঙ্গলমহলের মেয়েরা বিয়ের পিঁড়িতে নয়, বসছে পরীক্ষার আসনে

Last Updated:

জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রাম। মাধ্যমিক পরীক্ষায় এই বছর ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা এক হাজারও বেশি। শিক্ষাবিদদের দাবি মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্পের জন্যই জঙ্গলমহলে ছাত্রীর সংখ্যা বেড়েছে মাধ্যমিক পরীক্ষায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম : রাজ্যের মধ্যে পিছিয়ে পড়া এলাকার গণনায় নাম ছিল জঙ্গলমহলের। যেখানে পড়াশোনার দিক থেকেও যথেষ্ট পিছিয়ে ছিল জঙ্গলমহলের মানুষজন। মহিলাদের পড়াশোনার সংখ্যাটা ছিল হাতে গোনা। যেসব মেয়েরা স্কুলে যেত অল্প বয়সেই স্কুল ছুট হয়ে বিয়ে হয়ে যেত তাদের। ফলে প্রতিবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এলে চোখে পড়তমেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যায় বেশি। কিন্তু ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষায় এক অন্য নজির দেখা গেল জঙ্গলমহলে।
পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার্থীরা
পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার্থীরা
advertisement

২০২৫ এর মাধ্যমিক পরীক্ষায় ঝাড়গ্রাম জেলায় ছাত্রের তুলনায় প্রায় এক হাজারেরও বেশি ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। হঠাৎ করে ছাত্রীর সংখ্যা দিনের ওপর দিন বেড়ে যাওয়ায় খুশি শিক্ষাবিদরা। সকলেরই একটাই দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের জন্যই আজ এটা সম্ভব হয়েছে। অল্প বয়সেই বাবা-মারা মেয়ের বিয়ে দিচ্ছে না। কন্যাশ্রী প্রকল্প থাকার কারণে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করছে।

advertisement

আরও পড়ুন : একসঙ্গে ২৫ টি গোল্ড মেডেল! কিক বক্সিংয়ে দক্ষিণবঙ্গের সেরা ঝাড়গ্রাম!

ঝাড়গ্রাম জেলায় এই বছর মোট ১৩৬৫০ জন মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে,তার মধ্যে ৬৪০৪ জন ছাত্র এবং ৭২৪৬ জন ছাত্রী রয়েছে। জেলায় মোট ৩৯ টি পরীক্ষা গ্রহণ কেন্দ্র রয়েছে। ১৬ টি মেইন পরীক্ষা কেন্দ্র ও ২৩ টি সাব পরীক্ষা কেন্দ্র রয়েছে। সাধারণত এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ছাত্রের তুলনায় ৮৪২ জন বেশি ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। এই চিত্রটা দেখলেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে জঙ্গলমহলে স্কুলমুখি হচ্ছে জঙ্গলমহলের মেয়েরাও।

advertisement

View More

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্পের জন্যই জঙ্গলমহলের মেয়েরা আজ নাবালিকা থাকাকালীন বিয়ের পিঁড়িতে না বসে পরীক্ষার আসনে বসছেন এমনটাই দাবি করেন ঝাড়গ্রাম জেলার মাধ্যমিক পরীক্ষার কনভেনার জয়দীপ হোতা। তিনি বলেন,”এই বছর মাধ্যমিক পরীক্ষায় ছেলেদের তুলনায় প্রায় এক হাজারের কাছাকাছি বেশি মেয়ে পরীক্ষা দিচ্ছে। আমাদের এই জঙ্গলমহল এলাকায় দিনের পর দিন মেয়েদের পড়াশোনার সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। কারণ একটাই মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্প থাকার কারণে অল্প বয়সে মেয়েদের স্কুল ছুট করে বিয়ে দিচ্ছে না বাবা মায়েরা। মেয়েদের পড়াশোনা করাচ্ছেন আর কন্যাশ্রী প্রকল্প আর্থিকভাবে সহায়তা করছে তাদের। আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়বে”।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News : অল্প বয়সে জঙ্গলমহলের মেয়েরা বিয়ের পিঁড়িতে নয়, বসছে পরীক্ষার আসনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল