Jhargram News: একসঙ্গে ২৫ টি গোল্ড মেডেল! কিক বক্সিংয়ে দক্ষিণবঙ্গের সেরা ঝাড়গ্রাম!

Last Updated:

Jhargram News: দুর্গাপুরে আয়োজিত সাউথ বেঙ্গল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ ঝাড়গ্রাম জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করে ২৫টি স্বর্ণপদক সহ মোট ৫৪ টি পদক জয়লাভ করে।

+
কিক

কিক বক্সিং প্রতিযোগিতায় জয়ের পর মেডেল হাতে ঝাড়গ্রামের প্রতিযোগিতা

ঝাড়গ্রাম: দিনের পর দিন খেলার জগতে নাম উজ্জ্বল হচ্ছে জঙ্গলমহলের জেলা অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের। কেবলমাত্র ক্রিকেট, ফুটবল নয় তার বাইরেও নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশেষ স্থান অধিকার করছে ঝাড়গ্রামের প্রতিযোগিরা। এবার কিক বক্সিং প্রতিযোগিতায় একটি, দু’টি নয় একেবারে ২৫ টি গোল্ড মেডেল জয়লাভ করে দক্ষিণবঙ্গের চ্যাম্পিয়ন জেলা হিসেবে নির্বাচিত হল ঝাড়গ্রাম।
চলতি মাসের ১১ ও ১২ জানুয়ারি দুর্গাপুরে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে নিয়ে অনুষ্ঠিত হয় সাউথ বেঙ্গল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৫। যেখানে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা যোগদান করার পাশাপাশি যোগদান করে ঝাড়গ্রাম জেলাও। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে মোট ২৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে সাউথ বেঙ্গল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে। যেখানে ১৯ জন মেয়ে ও ৯ জন ছেলে ছিল। বিভিন্ন বয়সের মোট পাঁচটি বিভাগে প্রতিযোগিতা কিক বক্সিং এর পয়েন্ট ফাইট, মিউজিকাল ফর্ম, লাইট কন্ট্যাক্ট, কিক লাইট কন্ট্যাক্ট সহ বিভিন্ন ফাইটে অংশগ্রহণ করে ঝাড়গ্রামের প্রতিযোগিরা ২৫ টি স্বর্ণপদক, ১৬ টি রুপোর পদক ও ১৩ টি ব্রোঞ্জের পদক জয়লাভ করে।
advertisement
advertisement
স্বর্ণপদক, রুপোর পদক, ব্রোঞ্জের পদক মিলিয়ে মোট ৫৪টি পদক জয়লাভ করে দক্ষিণবঙ্গের সেরা জেলার ট্রফি জয়লাভ করে ঝাড়গ্রাম।ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অভিজিৎ রায় চৌধুরী বলেন,”বর্তমান সময়ে ঝাড়গ্রামে কিক বক্সিংয়ের চর্চা প্রতিনিয়ত হচ্ছে। অভিভাবকদের উৎসাহের সঙ্গে নতুন নতুন ছাত্র-ছাত্রীরা কিক বক্সিং শেখার জন্য এগিয়ে আসছেন । ঝাড়গ্রাম থেকে আগামী দিনে আমরা আরও আরও ভালো কিক বক্সিং এর প্লেয়ার খুঁজে পাবো। যারা রাজ্যের পাশাপাশি একদিন দেশের হয়ে খেলবে ঝাড়গ্রাম থেকে। সাউথ বেঙ্গল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে ঝাড়গ্রামের জন্য ৫৪ টি পদক জয়লাভ করে দক্ষিণবঙ্গের সেরা জেলা হিসেবে নির্বাচিত হয় ঝাড়গ্রাম। এটা আমাদের কাছে গর্বের বিষয়”।
advertisement
বুদ্ধদেব বেরা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: একসঙ্গে ২৫ টি গোল্ড মেডেল! কিক বক্সিংয়ে দক্ষিণবঙ্গের সেরা ঝাড়গ্রাম!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement