পুলিশ তার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পায়। তদন্তে নেমে আসমাতারা বিবি (৪২) নামে এক মহিলাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদেই ভেঙে পড়েন ধৃত মহিলা। পুলিশের কাছে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে খুনের কথা সে স্বীকার করেন তিনি। এই খুনের সহযোগী হিসাবে তার আরও দুই বিবাহবহির্ভূত সম্পর্কের বন্ধু মনা ঘোষ ও সফিক মণ্ডলকেও ছিল বলে জানায়।
advertisement
আরও পড়ুনঃ সেদিন রাতে ঠিক কী ঘটেছিল মিরিকে? সামনে এল ভয়াবহ দৃশ্য! দেখুন… প্রতিটি পাহাড়প্রেমী শিউরে উঠবেন!
আরও পড়ুনঃ ডুয়ার্সের টিকিট-হোমস্টে বুক হয়ে রয়েছে? কোথায় ঘুরবেন ভাবছেন? চিন্তা নেই, ‘এই’ জায়গাগুলি এখন খোলা
পুলিশ গ্রেফতার করে তাদেরও। এদিন সাংবাদিক সম্মেলন করে এসডিপিও দেগঙ্গা উৎপল পুরকাইত জানান, এই খুনের ঘটনায় পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামী মহিলা-সহ দু-জনকে গ্রেফতার করেছে। ধৃতদের বারাসাত আদালতে তোলা হলে ৬ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। বিবাহবহির্ভূত জটিল সম্পর্কের সমীকরণেই খুন হতে হয়েছে শরিফুল ইসলামকে বলেই তদন্তে উঠে এসেছে। মহিলাকে ঘিরে তিন ব্যক্তির মধ্যে সম্পর্ক ও সেই সম্পর্কের মধ্যেই টানাপড়েনে এমন নৃশংস হত্যা বলে মনে করছে তদন্তকারীরা। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
Rudra Narayan Roy