TRENDING:

Illicit Love Affair: তিন পুরুষের সঙ্গে চলছিল উদ্দাম প্রেম, টানটান রোম্যান্স...! জটিল সম্পর্কে পড়ে মহিলার সাংঘাতিক পরিণতি! জানলে শিউরে উঠবেন

Last Updated:

Illicit Love Affair: বিবাহবহির্ভূত জটিল সম্পর্কের সমীকরনেই খুন হতে হল শরিফুলকে, তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই খুনের কিনারা করল দেগঙ্গা থানার পুলিশ। গ্রেফতার মধ্য বয়সী এক মহিলা-সহ দুই ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: এ যেন সিনেমার গল্পকেও হার মানাবে। এক ফুল, তিন মালি! বাস্তবে বিবাহবহির্ভূত জটিল সম্পর্কের সমীকরনেই খুন হতে হল শরিফুলকে, তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই খুনের কিনারা করল দেগঙ্গা থানার পুলিশ। গ্রেফতার মধ্য বয়সী এক মহিলা-সহ দুই ব্যক্তি। উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা থানার শ্বেতপুর গ্রামে শরিফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ ধানখেত থেকে উদ্ধার হয়।
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

পুলিশ তার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পায়। তদন্তে নেমে আসমাতারা বিবি (৪২) নামে এক মহিলাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদেই ভেঙে পড়েন ধৃত মহিলা। পুলিশের কাছে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে খুনের কথা সে স্বীকার করেন তিনি। এই খুনের সহযোগী হিসাবে তার আরও দুই বিবাহবহির্ভূত সম্পর্কের বন্ধু মনা ঘোষ ও সফিক মণ্ডলকেও ছিল বলে জানায়।

advertisement

আরও পড়ুনঃ সেদিন রাতে ঠিক কী ঘটেছিল মিরিকে? সামনে এল ভয়াবহ দৃশ্য! দেখুন… প্রতিটি পাহাড়প্রেমী শিউরে উঠবেন!

আরও পড়ুনঃ ডুয়ার্সের টিকিট-হোমস্টে বুক হয়ে রয়েছে? কোথায় ঘুরবেন ভাবছেন? চিন্তা নেই, ‘এই’ জায়গাগুলি এখন খোলা

View More

পুলিশ গ্রেফতার করে তাদেরও। এদিন সাংবাদিক সম্মেলন করে এসডিপিও দেগঙ্গা উৎপল পুরকাইত জানান, এই খুনের ঘটনায় পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামী মহিলা-সহ দু-জনকে গ্রেফতার করেছে। ধৃতদের বারাসাত আদালতে তোলা হলে ৬ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। বিবাহবহির্ভূত জটিল সম্পর্কের সমীকরণেই খুন হতে হয়েছে শরিফুল ইসলামকে বলেই তদন্তে উঠে এসেছে। মহিলাকে ঘিরে তিন ব্যক্তির মধ্যে সম্পর্ক ও সেই সম্পর্কের মধ্যেই টানাপড়েনে এমন নৃশংস হত্যা বলে মনে করছে তদন্তকারীরা। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সি-বীচে গাড়ি চালানোর স্বপ্ন সত্যি হবে কি? বকখালিতে চলছে পরিকল্পনা
আরও দেখুন

Rudra Narayan Roy 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Illicit Love Affair: তিন পুরুষের সঙ্গে চলছিল উদ্দাম প্রেম, টানটান রোম্যান্স...! জটিল সম্পর্কে পড়ে মহিলার সাংঘাতিক পরিণতি! জানলে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল