জানা গিয়েছে, প্রাইভেট টিউশন পড়ার পর রাস্তায় বেরিয়ে মাকে ফোন করে ওই ছাত্রী। ফোনে ছাত্রীর শেষ কথা “ওরা আমায় বাঁচতে দেবে না”। তার কিছুক্ষণের মধ্যেই কালনার জিউধারা রেলগেট সংলগ্ন এলাকায় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ছাত্রীর বাড়ি ধাত্রীগ্রাম এলাকায়।
advertisement
প্রতিদিনই মায়ের সঙ্গে কালনার শহরের এক ইংরেজি গৃহ শিক্ষকের কাছে পড়তে আসেন ওই ছাত্রী। এদিন শুক্রবারও ওই ছাত্রী পড়তেই এসেছিলেন। অন্যদিনের তুলনায় এদিন কিছুটা আগেই ছুটি দিয়ে দেয় ওই শিক্ষক তার সমস্ত ছাত্র-ছাত্রীদের। আর সেই মতন কিছুটা সময় আগেই বেরিয়েছিল ওই ছাত্রী। এরপরই মাকে ফোন করে তিনি বলে ‘‘ওরা আমায় বাঁচতে দেবে না’’। এই কথা বলার পরেই ফোনের লাইন কেটে যায়।
ঘটনাকে ঘিরে ছড়িয়েছে রহস্য। রাতেই কালনা জিআরপি অফিসের সামনে হাজির হয় মৃতা ছাত্রীর পরিজনেরা। সেইসঙ্গে উপস্থিত ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগও। বিধায়ক এদিন তিনি বলেন ঘটনাটি তদন্ত সাপেক্ষ পুলিশ তদন্ত করলেই পুরো বিষয়টি জানা যাবে।