TRENDING:

Kalna Girl Death: ‘ওরা আমায় বাঁচতে দেবে না’, মায়ের সঙ্গে ফোনে শেষ কথা! উদ্ধার ছাত্রীর রক্তাক্ত দেহ, কালনায় রহস্য

Last Updated:

Girl Body Recovered: প্রাইভেট টিউশন পড়ার পর রাস্তায় বেরিয়ে মাকে ফোন করে ওই ছাত্রী। ফোনে ছাত্রীর শেষ কথা "ওরা আমায় বাঁচতে দেবে না"। তার কিছুক্ষণের মধ্যেই কালনার জিউধারা রেলগেট সংলগ্ন এলাকায় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা: টিউশন পড়ে বাড়ি ফেরার পথে অস্বাভাবিক মৃত‍্যু ছাত্রীর। শুক্রবার রাতে ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল‍্য কালনায়। সূত্রের খবর, শেষবার নিজের মাকে ফোন করেন ছাত্রী। ফোনে ছাত্রীর শেষ কথা “ওরা আমায় বাঁচতে দেবে না”। এর কিছুক্ষণ পরেই তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে বাড়ছে রহস‍্য।
‘ওরা বাঁচতে দেবে না’, মায়ের সঙ্গে শেষ কথা! উদ্ধার ছাত্রীর রক্তাক্ত দেহ, কালনায় রহস্য
‘ওরা বাঁচতে দেবে না’, মায়ের সঙ্গে শেষ কথা! উদ্ধার ছাত্রীর রক্তাক্ত দেহ, কালনায় রহস্য
advertisement

জানা গিয়েছে, প্রাইভেট টিউশন পড়ার পর রাস্তায় বেরিয়ে মাকে ফোন করে ওই ছাত্রী। ফোনে ছাত্রীর শেষ কথা “ওরা আমায় বাঁচতে দেবে না”। তার কিছুক্ষণের মধ্যেই কালনার জিউধারা রেলগেট সংলগ্ন এলাকায় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ছাত্রীর বাড়ি ধাত্রীগ্রাম এলাকায়।

আরও পড়ুন: ভিটামিন সি-র ভাণ্ডার, পুষ্টির পাওয়ার হাউস, তবুও খেলেই বিপদ! আনারস খাওয়া কাদের উচিত নয়? শরীরের সর্বনাশের আগে এখনই জানুন

advertisement

প্রতিদিনই মায়ের সঙ্গে কালনার শহরের এক ইংরেজি গৃহ শিক্ষকের কাছে পড়তে আসেন ওই ছাত্রী। এদিন শুক্রবারও ওই ছাত্রী পড়তেই এসেছিলেন। অন্যদিনের তুলনায় এদিন কিছুটা আগেই ছুটি দিয়ে দেয় ওই শিক্ষক তার সমস্ত ছাত্র-ছাত্রীদের। আর সেই মতন কিছুটা সময় আগেই বেরিয়েছিল ওই ছাত্রী। এরপরই মাকে ফোন করে তিনি বলে ‘‘ওরা আমায় বাঁচতে দেবে না’’। এই কথা বলার পরেই ফোনের লাইন কেটে যায়।

advertisement

আরও পড়ুন: ১ টাকার কয়েনের দাম প্রায় ১০ কোটি! খুঁজে দেখুন, এই কয়েন রয়েছে কি আপনার বাড়িতে? কোটিপতি হওয়ার বড় সুযোগ

সেরা ভিডিও

আরও দেখুন
দু'বছর পার, পাকিস্তানের কালকুঠুরিতে দুই বাঙালির কী করুণ দিনযাপন! পরিবারের বুকচাপা আর্তি
আরও দেখুন

ঘটনাকে ঘিরে ছড়িয়েছে রহস্য। রাতেই কালনা জিআরপি অফিসের সামনে হাজির হয় মৃতা ছাত্রীর পরিজনেরা। সেইসঙ্গে উপস্থিত ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগও। বিধায়ক এদিন তিনি বলেন ঘটনাটি তদন্ত সাপেক্ষ পুলিশ তদন্ত করলেই পুরো বিষয়টি জানা যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalna Girl Death: ‘ওরা আমায় বাঁচতে দেবে না’, মায়ের সঙ্গে ফোনে শেষ কথা! উদ্ধার ছাত্রীর রক্তাক্ত দেহ, কালনায় রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল