কাঁকসার ধানতোর গ্রাম। সেখানেই মণ্ডল পরিবারের বসবাস। এই মণ্ডল পরিবারে তিন প্রজন্ম ধরে কোনও কন্যা সন্তান জন্ম নেয়নি। পরিবারের পূর্বপুরুষ স্বর্গীয় সুকুমার কুমার মণ্ডল। তিনি ছিলেন তাঁর বাবার একমাত্র সন্তান। সুকুমার বাবুর তিন পুত্র সন্তান রয়েছে। তাঁদের সন্তান থাকলেও কোনও কন্যা সন্তান জন্ম নেয়নি। অবশেষে সুকুমার বাবুর ছোট সন্তান অর্থাৎ কাজল মন্ডলের ছেলের কন্যা সন্তান হল। ফলে তিন প্রজন্ম পরে বাড়িতে জন্ম নিয়েছে কন্যা সন্তান।
advertisement
আরও পড়ুন – Healthy Lifestyle: মুঠো মুঠো বাদাম খেয়ে বিপদ ডেকে আনবেন না, হিতে বিপরীত হয়ে হবে বড় সর্বনাশ
সদ্যজাত কন্যা সন্তানের এক ঠাকুমা শ্যামলী মণ্ডল বলছেন, ‘‘পৌষ মাস চলছে। তার মধ্যেই জন্ম নিয়েছে কন্যা সন্তান। অর্থাৎ বাড়িতে লক্ষ্মী এসেছে। বাড়ির লক্ষ্মীকে ধুমধাম করে বাড়িতে নিয়ে আসার জন্যই এই বিশাল আয়োজন করা হয়েছিল।’’ খুশিতে তাঁরা মেতে উঠেছেন। পরিবারের সকলেই এই কন্যা সন্তানের আগমনে ভীষণভাবে খুশি। তাই সুন্দর করে গাড়ি সাজিয়ে, বাজনা বাজিয়ে কন্যা সন্তানকে বাড়ি আনা হয়েছে। বাড়িতে লক্ষ্মীর আগমন হয়েছে। তাই রাস্তায় সবার হাতে তুলে দেওয়া হয়েছে মিষ্টি।
মণ্ডল পরিবারের এই কর্মকাণ্ড সকলের নজর কেড়েছে। বাড়িতে কন্যা সন্তান হওয়ার জন্য যেভাবে তাঁরা খুশি হয়েছেন, তাতে সমাজ বিশেষজ্ঞরা বলছেন, ‘‘মানুষের মধ্যে ধীরে ধীরে ধ্যান-ধারণা বদলাচ্ছে। এতদিন অনেকেই কন্যা সন্তান চাইতেন না। কিন্তু মানুষ এখন ধীরে ধীরে বুঝতে পারছেন ছেলে-মেয়ে উভয়ই সমান।’’ যেমন এই মণ্ডল পরিবার নিজেদের বাড়িতে দীর্ঘদিন বাদে কন্যা সন্তান আসায় সকলেই ভীষণ খুশি। বাড়ির নতুন সদস্য এইভাবে স্বাগত জানাতে দেখে রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েছেন সদ্যজাতের বাবা-মা’ও।
Nayan Ghosh