এদিন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমা সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালীতে বিশাল আকারের সাপ ধরা পড়ল। সুন্দরবনে নদীর খাঁড়িতে জাল পেতে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশাল আকৃতির গোখরো।
আরও পড়ুন: বর্ষায় সংক্রমণের রোগ! সারা গায়ে দাগ, চুলকানি… চিকিৎসকের থেকে জেনে নিন কীভাবে প্রতিরোধ করবেন
advertisement
স্থানীয় সুত্রে জানা যায়, উত্তর ২৪ পরগণা জেলার হিঙ্গলগঞ্জের লেবুখালি এলাকায় মেছো ভেড়িতে মাছ ধরার জন্য জাল পেতে রেখেছিল এক মৎস্যজীবী, সেটি জল থেকে তুলতেই চক্ষু চড়কগাছ! মাছ নেই, আছে বিশাল আকৃতির গোখরো। যার দৈঘ্য প্রায় ৭-৮ ফুট। দেখামাত্রই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
এই সাপ দেখতে এলাকার বহু মানুষ এই লেবুখালীতে ভিড় জমিয়েছে। সাপটিকে উদ্ধারের জন্য ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে বনদফতরে। এদিন সাপ উদ্ধার করার ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। ঘটনাস্থলে এলাকার মানুষ ভিড় জমায়।
জুলফিকার মোল্যা