প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধীর গতিতে কমছে ঘাটালের বন্যার জল। গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শুরু করে ঘাটাল পৌর এলাকা এখনও জলমগ্ন হয়ে রয়েছে। যাতায়াতের একমাত্র মাধ্যম ডিঙি বা নৌকো। ঘাটালের আড়গোড়া চাতাল এলাকায় রাজ্য সড়ক এখনও জলমগ্ন। এছাড়াও নিচু এলাকা এখনও জলের তলায়। ঘাটালের অজবনগর গ্রাম পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ পান্না গ্রামের পিচ রাস্তার জল কমতেই বেরিয়ে এসেছে বেহাল ছবি। বন্যা কবলিত গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট ভেঙে চৌচির। রাস্তা দিয়ে চলাচল ক্রমেই দায় হয়ে উঠছে। রাতে সামনে দাঁড়িয়ে আছে বিপদ।
advertisement
জানা গিয়েছে, ১০টি গ্রাম পঞ্চায়েত এলাকা, ঘাটাল পৌর এলাকার ১২ টি ওয়ার্ড এখনও জলমগ্ন হয়ে রয়েছে। আবার বৃষ্টি হলে বাড়বে দুর্ভোগ। ইতিমধ্যে কয়েকদিন পার করল ঘাটালের বন্যা। চাষের জমি থেকে বাড়িঘর, সব কিছুই প্লাবিত হয়েছে। রাস্তার উপর দিয়ে গাড়ি, বাইক নয়। চলেছে নৌকো।
প্রসঙ্গত, ভারী বর্ষা এবং হঠাৎই জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ঘাটালে। নিমেষে হু হু করে গ্রামের মধ্যে জল ঢোকায় প্লাবিত হয়েছিল একাধিক এলাকা। তবে সেই এলাকা এখনও পুরোপুরি বিপদমুক্ত নয়। কবে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে ঘাটাল,সে উত্তর নেই কারও কাছে।
রঞ্জন চন্দ