প্রসঙ্গত সপ্তাহের প্রথম দিন থেকে ভারী বৃষ্টির কারণে এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে রয়েছে এখনও। বেশ কিছু জায়গায় প্রায় হাঁটু সমান জল। বৃহস্পতিবারও বিভিন্ন জায়গায় নদীর জল বিপদসীমায় থাকায় মহকুমার বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে আছে। প্রধান যাতায়াতের রাস্তায়ও হাঁটু সমান জল। বাধ্য হয়ে রাস্তার উপর দিয়ে জমে থাকা জলে চালানো হচ্ছে নৌকো। এভাবে দিনানিপাত করতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে মাত্র কয়েকটা দিন পরেই শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপ গুলিতে শুধুমাত্র বাঁশের কাঠামো তৈরি হয়ে আছে। মণ্ডপগুলিতে কোথাও এক কোমর, কোথাও হাঁটু সমান জল।
advertisement
আরও পড়ুন: জোয়ান ও মৌরি ভেজানো জলেই ফিরবে যৌবন! ত্বক-চুল থেকে বাড়তি ওজন সব সমস্যা গায়েব!
ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গায় বড় বাজেটের থিমের পূজা হয়। কিন্তু এই পরিস্থিতিতে আদৌ কি পূজা করা সম্ভব হবে, তা নিয়ে দুশ্চিন্তায় উদ্যোক্তারা।প্রসঙ্গত আবহাওয়ার উন্নতি ঘটলেও জমা জলে নাজেহাল সাধারণ জনজীবন। স্বাভাবিকভাবে কম সময়ের মধ্যে কীভাবে মণ্ডপসজ্জা শেষ হবে, আদৌ কি পূজা হবে কিনা এই জল যন্ত্রণার মধ্যে দুশ্চিন্তায় সকলে।
Ranjan Chanda