দীর্ঘ একমাস হয়ে গেল স্তব্ধ হয়ে গেছে গোটা এলাকা। গ্রামের পর গ্রাম, পথঘাট, স্কুল সব জলের তলায়। কোথাও হাঁটু জল তো আবার কোথাও বুক সমান জল দাঁড়িয়ে। নিচু এলাকাগুলি সব জলের তলায়। উঁচু এলাকাগুলিতে পরিষেবা মিললেও ডিঙি নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে। এই অবস্থায় আর্থিক ও মানসিক দিক থেকে ভেঙে পড়ছেন সবাই।
advertisement
আরও পড়ুন: প্যাকেটের মধ্যে ওটা কী? খুলতেই ভয়ে-আতঙ্কে ছিটকে গেল সবাই! মহেশতলায় হাড়হিম ঘটনা
সাম্প্রতিক তথ্য অনুসারে, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় প্রায় দুই লক্ষ মানুষ এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। ডিভিসি’র ঝাড়খণ্ডের বাঁধ থেকে জল ছাড়ার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। যার ফলে ঘাটাল এবং আশেপাশের এলাকায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ত্রাণ ও উদ্ধার কাজ করে চলেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে ঘাটাল, চন্দ্রকোনা এবং দাসপুর। যেখানে বন্যার কারণে অনেক স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ রয়েছে। ত্রাণ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাহায্য ও সহায়তা প্রদানের জন্য কাজ করে চলেছে।