কিন্তু এই বছর পাট চাষেও লাভের মুখ দেখা আশা নেই তাঁদের। বন্যায় চরম ক্ষতির সম্মুখীন কৃষকরা। তাদের দাবি, বন্যার কারণে বিঘের পর বিঘে জমির পাট নষ্ট হয়ে গিয়েছে। পুজোর মুখে পাট চাষের ক্ষতি নিয়ে চরম দুশ্চিন্তায় কৃষক পরিবারগুলি। ফলে পুজোর আগে দীর্ঘদিন জলমগ্ন অবস্থায় থেকে একদিকে যেমন রোজগার হারিয়েছেন, তেমনভাবেই কৃষিকাজেও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন তাঁরা।
advertisement
আরও পড়ুন : দুর্গা প্রতিমার কেশরাশি! আসলে সেটা কী জানেন? এই গ্রামে ঢুকলেই খুলবে সব রহস্যের জট
জিনিসপত্রের দ্রব্যমূল্য হু হু করে বৃদ্ধি পাচ্ছে। সঙ্গে বেড়েছে পাটের দাম। গত বছর ৩-৪ চার হাজার টাকা করে কুইন্টাল প্রতি দাম ছিল পাটের। কিন্তু এ বছর পাটের দাম বেড়ে হয়েছে ৬-৭ হাজার টাকা প্রতি কুইন্টাল। ফলে বাড়তি লাভের আশা করেছিলেন কৃষকরা। কিন্তু সেই স্বপ্ন বন্যার কারণে নষ্ট হতে বসেছে। পাটের দাম বাড়ালেও বন্যার কারণে বিঘের পর বিঘে জমি পাট চাষ করে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
আরও পড়ুন : শালপাতা, নারকেলের কাঠি, কদবেলের খোল… এমন মণ্ডপ দেখে চোখ কপালে উঠবে আপনার! জানেন কোথায় হচ্ছে?
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের পাট চাষিরা পুজোর মুখে আশঙ্কায় ভুগছেন। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন পাট চাষিরা। যদিও ঘাটাল ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, পাটচাষিরা তাঁদের কাছে আবেদন জানিয়েছেন পাট চাষে ক্ষতিপূরণের জন্য। বিষয়টি কৃষি দফতরের নজরেও আনা হয়েছে বলে জানিয়েছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর।