একটি দুটি নয়, ভাতার থানার পুলিশ একসঙ্গে উদ্ধার করল ৪৭টি রান্নার গ্যাস সিলিন্ডার। চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভাতারের বলগোনা বাজারে অভিযান চালিয়ে এই রান্নার গ্যাস সিলিন্ডারগুলি উদ্ধার করা হয়।
সম্প্রতি ভাতারের বিভিন্ন এলাকা থেকে গ্যাস সিলিন্ডার চুরির একাধিক অভিযোগ আসে ভাতার থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। সি সি টিভি ফুটেজ ও গোপন সূত্রে খবর পেয়ে ভাতারের এরুয়ার এলাকা থেকে ভাগু শাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে তিনটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।
advertisement
ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে, চুরি করা সিলিন্ডারগুলি বলগোনা বাজারের একটি গ্যাস মেরামতির দোকানে বিক্রি করা হয়েছে। এরপরই বৃহস্পতিবার সকালে পুলিশ বলগোনা বাজারে হানা দেয়। বলগোনা স্টেশন সংলগ্ন দুটি গ্যাস ওভেন মেরামতির দোকান থেকে উদ্ধার হয় ৪৭টি অবৈধ গ্যাস সিলিন্ডার। ঘটনায় দোকান মালিক মঙ্গল মুন্সি-কে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবারই বর্ধমান আদালতে পেশ করা হয়।
আরও পড়ুন- ভোর রাতে স্বরূপনগরে কৃষক সেজে এমন কাণ্ড! কোটি টাকার সোনা পাচার
এলাকার বাসিন্দারা বলছেন, গ্যাস ওভেন মেরামতির নামে এখানে যে চোরাই গ্যাস সিলিন্ডার কেনা হতো তা ভাবা যায়নি। ভাতার বা তার আশপাশের এলাকা থেকে চোরেরা গৃহস্হের বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরি করতো। এরপর তা কয়েকদিন লুকিয়ে রাখার পর বলগোনা বাজারে এসে বিক্রি করে দেওয়া হত। বলগোনা বাজারে এই চোরাই কারবার সামনে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনি প্রক্রিয়ার পর গ্যাস সিলিন্ডারগুলি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
