West Bengal News: ভোর রাতে স্বরূপনগরে কৃষক সেজে এমন কাণ্ড! কোটি টাকার সোনা পাচার
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal News: কয়েক মাসের মধ্যে বারবার ভারত বাংলাদেশ সীমান্তে সোনার বিস্কুট মাদকসহ পাচারকারীরা ভারতীয় সীমান্তর সীমান্ত বাহিনীর জালে ধরা পড়ার ঘটনা উঠে আসছে।
স্বরূপনগর, জুলফিকার মোল্যা: স্বরূপনগরের তারালি সীমান্তে কোটি টাকার সোনাসহ পাচারকারী আটক। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার ভারত বাংলাদেশ সীমান্তে স্বরূপনগরের তারালি সীমান্ত থেকে প্রায় এক কোটি টাকার সোনার বিস্কুটসহ এক পাচারকারীকে আটক করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। কয়েক মাসের মধ্যে বারবার ভারত বাংলাদেশ সীমান্তে সোনার বিস্কুট মাদকসহ পাচারকারীরা ভারতীয় সীমান্তর সীমান্ত বাহিনীর জালে ধরা পড়ার ঘটনা উঠে আসছে।
এদিন ফের ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীর থেকে বিপুল পরিমাণে সোনার বিস্কুট উদ্ধারের পর তাকে তুলে দেওয়া হয়েছে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাতে তারালি বিএসএফ ফাঁড়ি সংলগ্ন এলাকায় কৃষক সেজে সীমান্তের দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি— নাম আছিরুদ্দিন সরদার।
advertisement
advertisement
ওই ব্যক্তির গতিবিধিতে সন্দেহ হলে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা তাকে আটক করে এবং তল্লাশি চালান। তল্লাশি চালিয়ে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা তার লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় একটি প্যাকেট থেকে ছ’টি সোনার বিস্কুট উদ্ধার করেন। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির বাজারমূল্য প্রায় ৯৮ লক্ষ টাকা।
পাচারকারীকে ও উদ্ধার হওয়া সোনার বিস্কুট গুলি পরবর্তী তদন্তের জন্য তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। কর্মকর্তাদের মতে, এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক পাচারচক্রের যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত এলাকা জুড়ে সম্প্রতি সোনা ও মাদক পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় সতর্কতা আরও জোরদার করেছে সীমান্ত রক্ষী বাহিনী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 13, 2025 7:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: ভোর রাতে স্বরূপনগরে কৃষক সেজে এমন কাণ্ড! কোটি টাকার সোনা পাচার










