এই ঘটনায় বাড়ির আসবাবপত্রের ক্ষতি হয়। আহতদের মধ্যে এক শিশু সহ তিনজনের অবস্থা গুরুতর। তাদের চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দমকল আসার আগেই এলাকার লোকজন আগুন নেভানোর কাজে হাত লাগায়। আসে ভদ্রেশ্বরের দমকলের একটি ইঞ্জিন। কী করে এই ঘটনা ঘটল, এই ব্যবসা আইনি নাকি বেআইনি, সব বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে ভদ্রেশ্বর থানা ও দমকল বিভাগ।
advertisement
এদিকে, লক্ষ্মীপুজোর সকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটে বারাকপুরেও। তাতে একটি বাড়ির ছাদের একাংশও ভেঙে পড়ে। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিস্ফোরক স্থল থেকে সেখান থেকে মাদক উদ্ধার হওয়ায় রহস্য দানা বাঁধে।
আরও পড়ুন: বাংলা-সিকিম লাইফ লাইনে ফের ধস, পাহাড়ের অবস্থা এই মুহূর্তে কেমন?
জানা গিয়েছে, বারাকপুরের কালিয়া নিবাস এলাকায় ওই বাড়িটিতে মালিক থাকেন না। দুই ভাড়াটিয়া সেখানে বহুদিন ধরে ভাড়া রয়েছেন। বুধবার সকালে হঠাৎই ওই বাড়ি থেকে বিকট শব্দ পান প্রতিবেশীরা। ছুটে গিয়ে দেখেন ভেঙেছে বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়েছে। লণ্ডভণ্ড হয়ে গিয়েছে গোটা বাড়ি। জ্বলছে আগুন। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল ও পুলিশে খবর দেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন পুড়ে গিয়েছে ঘরের বহু সামগ্রী। বিস্ফোরণের তীব্রতায় ভেঙেছে বাড়ির একাংশ। আহত হয়েছেন ২ জন। বাড়িটি থেকে রাসায়ানিক ও মাদকও উদ্ধার করে পুলিশ।