আরও পড়ুন: স্কুলের মধ্যেই প্রধানমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী নির্বাচন! পড়ুয়াদের কাঁধেই বড় দায়িত্ব
অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের রামতারকে পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যু ঘিরে ধুন্ধুমার কান্ড! জাতীয় সড়কের ওপর মৃতদেহ রেখে পথ অবরোধ করা হয় ৷ বিক্ষোভে উত্তপ্ত এলাকা। চলে গাড়ি ভাঙচুর, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষরা। যার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা! আত্মীয়ের বাড়িতে সবজি দিতে যাওয়ার সময়ই একটি বড় লরি ডাম্পার ধাক্কা মারে ওই মহিলাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতার নাম মেণকা প্রামাণিক, বয়স ৪৮ বছর। উত্তেজিত জনতা এরপরই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
advertisement
আরও পড়ুন: এপ্রিল মাসেই চামড়া পুড়িয়ে দেওয়া গরম! প্রাথমিকে এক ঘন্টা আগে ছুটির সিদ্ধান্ত
এদিকে, সোমবার পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন এক বাইক আরোহী। আশংকাজনক অবস্থায় আহত বাইক আরোহীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দুর্ঘটনার জেরে ক্ষিপ্ত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান, পুলিশের গাড়ি ভাঙচুর করেন। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এগরায়। অভিযোগ, পুলিশের বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে এক মোটরবাইক আরোহী।
Biswajit Halder