TRENDING:

Gangasagar Mela: ১ মাস আগেই সব কাজ সেরে ফেলতে চাইছে প্রশাসন, জানিয়ে দেওয়া হল গঙ্গাসাগর মেলা শুরুর দিনক্ষণও

Last Updated:

এবছর ১৫ ডিসেম্বরের মধ্যে সাগরমেলার প্রস্তুতির কাজ শেষ করতে চাইছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। সেই অনুযায়ী সমস্ত কাজ শুরু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবছর ১৫ ডিসেম্বরের মধ্যে সাগরমেলার প্রস্তুতির কাজ শেষ করতে চাইছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। সেই অনুযায়ী সমস্ত কাজ শুরু হয়েছে। কিন্তু ভাঙন কবলিত সাগরতটে এই কাজ শেষ করা এখন চ্যালেঞ্জ হয়ে উঠেছে প্রশাসনের কাছে।
advertisement

২০২৬-এর ১৪ জানুয়ারি রয়েছে মকর সংক্রান্তি‌। তখন কয়েক লক্ষ পূণ্যার্থী আসবেন সাগরে। এবছর ভিড় আরও বাড়বে। মেলা শুরু হবে ৮ জানুয়ারি থেকে। ফলে কাজ শেষ করতে হবে তার আগে। এদিকে দক্ষিণ ২৪ পরগনায় নতুন জেলাশাসক হয়ে এসেছেন অরবিন্দ কুমার মিনা। তিনি দায়িত্ব নিয়েই দ্রত কাজ শেষ করা এবং সমস্যাগুলি সমাধান করতে চেষ্টা করছেন।

advertisement

আরও পড়ুন: ১ কেজি সাইজের ইলিশের দাম ২০০০ টাকা! তবুও লাভের ঘর ফাঁকা, হতাশ মৎস্যজীবীরা

View More

জানা গিয়েছে, এক নম্বর স্নান ঘাট থেকে দুই নম্বর স্নানঘাট পর্যন্ত রাস্তা তাও ভাল রয়েছে। কিন্তু দুই নম্বরের পর থেকে ছয় নম্বর পর্যন্ত রাস্তা সমুদ্রের গ্রাসে ভেঙে চুরমার। এই কথা জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন, দ্রুততার সঙ্গে সব স্নানঘাটগুলি সংস্কারের নির্দেশ দিয়েছে প্রশাসন৷ আশেপাশের অনেক রাস্তা সংস্কারের কাজ চলছে ৷ সমস্ত কাজ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
৫০০ বছর পুরনো রাস উৎসব ঘিরে মানবাজারে উৎসবের মেজাজ! দূরদূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা
আরও দেখুন

সব মিলিয়ে এবছর গঙ্গাসাগর মেলার অনেক আগেই পূণ্যার্থীদের জন্য সমস্ত ব্যবস্থা সেরে ফেলতে চাইছে প্রশাসন। পূণ্যার্থীরা এসে যাতে ভালভাবে সময়টুকু অতিবাহিত করতে পারে সেই দিকটিই এখন লক্ষ্য রাখছে তারা। এখন দেখার এক মাসের মধ্যেই কতটা কাজ শেষ করতে পারে তারা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela: ১ মাস আগেই সব কাজ সেরে ফেলতে চাইছে প্রশাসন, জানিয়ে দেওয়া হল গঙ্গাসাগর মেলা শুরুর দিনক্ষণও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল