পৌষ সংক্রান্তির শীতল ভোরে কনকনে ঠান্ডা বাধা হয়ে দাঁড়ায় না, এই হল গঙ্গাসাগরের মাহাত্ম্য। দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপের একটি পবিত্র তীর্থক্ষেত্র গঙ্গাসাগর। বছর বছর এই দ্বীপে অনুষ্ঠিত হয় মেলা। বর্তমানে শুরু হয়ে গেছে গঙ্গাসাগর মেলা। ১২ তারিখ বিকেল ৩ টে পর্যন্ত প্রায় ৪৫ লক্ষ তীর্থযাত্রী ইতিমধ্যেই সাগর মেলায় এসেছেন বলে দাবি প্রশাসনের। কিন্তু এই বিপুল পরিমাণ মানুষ যেখানে আসছেন, সেই মেলায় পুণ্যার্থীদের কোনও নিরাপত্তা ব্যবস্থাই নেই বলে দাবি করছেন বহু মানুষ জন।
advertisement
আরও পড়ুন: টুসু পরব শুধু উৎসব নয়, জঙ্গলমহলের আবেগ! টুসুকে ঘিরে রয়েছে অনেক অজানা কাহিনী, জানেন না অনেকেই
যেমন মেলায় এসে অসুস্থ হয়ে পড়া মানুষদের সেবা করতে আসা স্বাস্থ্য কর্মীদেরই ব্যাগ কেটে চুরির ঘটনা ঘটেছে। কয়েকজন মহিলারার ব্যাগ কেটে হাজার হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। স্বাস্থ্যকর্মীরা তাদের ডিউটির শেষে একত্রিত হয়ে যখন মেলা সংলগ্ন চায়ের দোকানে বসে চায়ের টাকা মেটাতে যাবেন তখনই তাদের চক্ষু চড়ক গাছ, সঙ্গে থাকা ১০ জনের মধ্যে ছয়জনের কাটা হয়েছে। ছয় জনের প্রায় ১০ হাজার টাকা চুরি। চিন্তিত স্বাস্থ্যকর্মী।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, প্রকৃত যদি এরকম ঘটনা ঘটে অবশ্যই দোষীদের খুঁজে বার করে চেষ্টা হবে। এই ঘটনায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। তবে এই সমাজ বিরোধীদের ধরার জন্য পুলিশ প্রশাসন নজরদারি চালালেও কীভাবে এই ধরনের ঘটনা ঘটে প্রশ্ন পুণ্যার্থীদের।






