মেলা উপলক্ষে ২২৫০টি সরকারি ও ৫০০ বেসরকারি বাস চালু থাকবে বলে প্রশাসন সূত্রের খবর। জলপথে ৬টি বার্জ, ৩২টি ভেসেল ও ১০০টি লঞ্চ চলবে। ১২ হাজার পুলিশ কর্মী মোতায়েন হচ্ছে। নিরাপত্তার কথা মাথায় রেখে ১০টি অস্থায়ী দমকল কেন্দ্র চালু হয়েছে। মোতায়েন থাকছে তাদের ২৫টি ইঞ্জিন।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
কলকাতার বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত বসানো হয়েছে ১১৫০টি সিসি ক্যামেরা। ড্রোনের সাহায্যে আকাশপথে ও স্পিড বোটেও নজরদারি চলবে। এই মেলা নিয়ে জেলাশাসক সুমিত গুপ্তা জানিয়েছেন, সরকারিভাবে শুক্রবার থেকে মেলা শুরু হয়ে গিয়েছে। মেলায় এসে পূণ্যার্থীরা সমস্তরকম পরিষেবা পাবেন। পূণ্যার্থীদের জন্য থাকছে ৫ লক্ষ টাকার বীমা।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2025 4:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2025: গঙ্গাসাগরে ৫০ লক্ষের বেশি পুণ্যার্থী আসবেন! নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা থাকছে? জানুন