TRENDING:

Gangasagar: গিলে খাচ্ছে পূণ্যভূমি...! কপিলমুনির আশ্রমের সামনের বাঁধ টপকে মেলা প্রাঙ্গণে জল, কী যে হবে? কেউ জানে না

Last Updated:

Gangasagar: ক্রমশ ভাঙছে গঙ্গাসাগরের পূণ্যভূমির সমুদ্রতট। আর সেজন্য চলছে এই তট রক্ষার উদ্যোগ। প্রাশাসনিক তৎপরতাও শুরু হয়েছে জোরকদমে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গঙ্গাসাগর: ক্রমশ ভাঙছে গঙ্গাসাগরের পূণ্যভূমির সমুদ্রতট। আর সেজন্য চলছে এই তট রক্ষার উদ্যোগ। প্রাশাসনিক তৎপরতাও শুরু হয়েছে জোরকদমে। সম্প্রতি জলোচ্ছ্বাসে সমুদ্রগর্ভে তলিয়ে গিয়েছে কয়েকটি ইলেকট্রিক পোস্ট ও ইটের রাস্তা। জানা গিয়েছে, মন্দিরের সামনে দিকে এক ও দুই নম্বর স্নানঘাট থেকে শ্মশান পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার ইটের রাস্তা ভেঙে তলিয়ে গিয়েছে।
advertisement

উত্তাল বঙ্গোপসাগরের প্রবল জলোচ্ছ্বাস দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কপিলমুনির মন্দিরের সামনে নদী বাঁধ উপছে গঙ্গাসাগর মেলা গ্রাউন্ডে ঢুকছে। বর্তমানে আবহাওয়ার একটু উন্নতি হয়েছে। কিন্তু এই ভাঙন রোখা যাচ্ছে না। তবে প্রাশাসনিক তৎপরতাও শুরু হয়েছে এরপর। ভাঙন রোখার মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। তবে এতকিছুর পরও কি আটকানো যাবে ভাঙন তা নিয়ে রয়েছে প্রশ্ন।

advertisement

আরও পড়ুন: মার্কিন মুলুকে ব্যাপক ডিমান্ড…! বাড়িতে বসে এই কাজ করেই হাজার হাজার টাকা চোখে দেখছেন মহিলারা, ট্রাই করতে দেখতে পারেন আপনিও

View More

বর্তমানে সমুদ্রের উত্তাল ঢেউয়ের ধাক্কায় সাগরতট প্রায় নিশ্চিহ্ন হতে বসেছে‌‌। বিগত কয়েকটা বছরে একটু একটু করে সমুদ্র গ্রাস করেছে সাগরের বেলাভূমি। সমুদ্র তট ভাঙতে ভাঙতে কপিলমুনির মন্দির থেকে আর মাত্র কয়েকশো মিটার দূর দিয়ে বইছে সমুদ্রের অসীম জলরাশি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

রাজ্য সরকারের পক্ষ থেকে এই ভাঙন রুখতে আগেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে খুব একটা ফলপ্রসূ হয়নি। নতুন করে আবার একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে কী হয় এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে‌।

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

নবাব মল্লিক

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar: গিলে খাচ্ছে পূণ্যভূমি...! কপিলমুনির আশ্রমের সামনের বাঁধ টপকে মেলা প্রাঙ্গণে জল, কী যে হবে? কেউ জানে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল