উত্তাল বঙ্গোপসাগরের প্রবল জলোচ্ছ্বাস দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কপিলমুনির মন্দিরের সামনে নদী বাঁধ উপছে গঙ্গাসাগর মেলা গ্রাউন্ডে ঢুকছে। বর্তমানে আবহাওয়ার একটু উন্নতি হয়েছে। কিন্তু এই ভাঙন রোখা যাচ্ছে না। তবে প্রাশাসনিক তৎপরতাও শুরু হয়েছে এরপর। ভাঙন রোখার মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। তবে এতকিছুর পরও কি আটকানো যাবে ভাঙন তা নিয়ে রয়েছে প্রশ্ন।
advertisement
বর্তমানে সমুদ্রের উত্তাল ঢেউয়ের ধাক্কায় সাগরতট প্রায় নিশ্চিহ্ন হতে বসেছে। বিগত কয়েকটা বছরে একটু একটু করে সমুদ্র গ্রাস করেছে সাগরের বেলাভূমি। সমুদ্র তট ভাঙতে ভাঙতে কপিলমুনির মন্দির থেকে আর মাত্র কয়েকশো মিটার দূর দিয়ে বইছে সমুদ্রের অসীম জলরাশি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজ্য সরকারের পক্ষ থেকে এই ভাঙন রুখতে আগেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে খুব একটা ফলপ্রসূ হয়নি। নতুন করে আবার একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে কী হয় এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
নবাব মল্লিক