Money Making Tips: মার্কিন মুলুকে ব্যাপক ডিমান্ড...! বাড়িতে বসে এই কাজ করেই হাজার হাজার টাকা চোখে দেখছেন মহিলারা, ট্রাই করতে দেখতে পারেন আপনিও

Last Updated:

Money Making Tips: জয়নগরের প্রত্যন্ত এলাকা দক্ষিণ বারাসাতের গ্রামের মহিলারা নিজেদেরকে স্বনির্ভর গড়ে তোলার লক্ষ্যে শোলার বিভিন্ন ফুল তৈরি করছে।

+
কাজে

কাজে ব্যস্ত গ্রামের মেয়েরা

জয়নগর: প্রত্যন্ত এলাকার গ্রামের মহিলাদের হাতের তৈরি ফুল এখন বিদেশে পাড়ি দিচ্ছে। জয়নগরের প্রত্যন্ত এলাকা দক্ষিণ বারাসাতের গ্রামের মহিলারা নিজেদেরকে স্বনির্ভর গড়ে তোলার লক্ষ্যে শোলার বিভিন্ন ফুল তৈরি করছে। সেই ফুল পাড়ি জমাচ্ছে বিদেশে। এভাবেই গ্রামের মহিলাদের স্বনির্ভর গড়ে তোলার স্বপ্ন দেখছে, জয়নগর ডট কম।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের প্রায় ১৭ থেকে ১৮ জন মানুষ নিজেদের হাতের নিপুণতা দিয়ে শোলা দিয়ে তৈরি করছে সূর্যমুখী, ডালিয়া থেকে শুরু করে ১০ থেকে ১২ প্রজাতির ফুল। এই ফুল পাড়ি দিচ্ছে আমেরিকা, লন্ডন, জার্মানি, অস্ট্রেলিয়াতে। এস্কাইনোমিনি অ্যাস্পেরা বা শোলা গাছ একটি জলজ সপুষ্পক উদ্ভিদ। উদ্ভিদটির কাণ্ডের সাদা নরম মজ্জা অংশটি ব্যবহৃত হয় শোলার কাজে। বর্তমানে এই অঞ্চলের বহু গ্রামের মানুষজন শোলার ওপর ভর দিয়ে পায়ের তলার মাটি শক্ত করেছেন। ওঁদের তৈরি এই ফুল রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশের অন্যান্য রাজ্যে তো যায়ই পাড়ি দেয় ইতালি আর ইউরোপের বিভিন্ন দেশে। উড়ে যায় মার্কিন মুলুকেও।
advertisement
advertisement
এখানে ঘরে ঘরে শোলার কাজ। শোলাই প্রাণের স্পন্দন। শোভন রায় মন্ডল জয়নগর ডট কম সংস্থার কর্ণধার তিনি বলেন, “এলাকার মহিলাদের এই যে কুটির শিল্প এই শিল্পকে বিদেশে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। গ্রামের মহিলাদের এই হাতের কাজ এখন বিদেশে প্রশংসিত। গ্রামের মহিলারা এই শোলার ফুলের কাজ করে স্বনির্ভর হচ্ছে, শুধু মহিলারা নয়, এই শোলার ফুলের সঙ্গে যুক্ত রয়েছে গ্রামের পুরুষেরাও। আমাদের উদ্দেশ্য ছিল গ্রামের মহিলাদের কীভাবে স্বনির্ভর গড়ে তোলা সেই উদ্দেশ্য আমরা পূরণ করার চেষ্টা করছি। গ্রামের এই মহিলাদের এই হাতের কাজ জয়নগর ডট কম এর মাধ্যমে খুব সহজে বিদেশের মানুষ এগুলিকে অর্ডার দিচ্ছে এবং আমাদের অর্ডার পৌঁছে যাচ্ছে বিদেশে। আমাদের সব থেকে বেশি অর্ডার আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এর পাশাপাশি বিদেশে কম বেশি এই কাজের চাহিদা রয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মিতা হালদার বলেন, “জন্ম থেকেই এই কাজের সঙ্গে আমরা যুক্ত আমাদের এখানে শোলার চাষ থেকে শুরু করে শোলার পাতা কাটা এবং শোলার ফুল তৈরি করা সমস্তটাই নিপুরতার সঙ্গে করা হয়। শুধু আমরা নয় এই গ্রামের বেশিরভাগ মানুষই এই পেশার ওপর জীবিকা নির্ভর করে। আমাদের তৈরি এই শোলার ফুল বিদেশে যাচ্ছে আমরা খুব খুশি। এই ফুলের মাধ্যমে আমাদের সংসার নির্বাহ হচ্ছে।”
advertisement
টুম্পা মিস্ত্রি তিনি বলেন, “এখানে সূর্যমুখী থেকে শুরু করে নানা ফুল তৈরি হয় ছোটবেলা থেকেই আমরা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছি। সংসারের সমস্ত কাজ সেরে এই কাজে আমরা সময় দিই। এই কাজ থেকে যে টাকা ইনকাম হয় সেই টাকায় চলে সংসার। জয়নগরের সুবিখ্যাত মোয়ার পাশাপাশি জয়নগরের দক্ষিণ বারাসাতের শোলার ফুলও এখন জগৎজোড়া খ্যাতি অর্জন করেছে।”
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Money Making Tips: মার্কিন মুলুকে ব্যাপক ডিমান্ড...! বাড়িতে বসে এই কাজ করেই হাজার হাজার টাকা চোখে দেখছেন মহিলারা, ট্রাই করতে দেখতে পারেন আপনিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement