আরও পড়ুন: স্পিড বোটে করে গিয়ে অসুস্থকে উদ্ধার করে নিয়ে আসা হল চিকিৎসার জন্য
এদিকে হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ জানিয়েছেন, হুকুম চাঁদ জুটমিল কর্তৃপক্ষকে এ বিষয়ে নোটিশ দেওয়া হবে এছাড়াও ল্যান্ড ডিমারকেশনের চিঠি পাঠানো হচ্ছে পৌরসভার তরফে।
আরও পড়ুন: মদে চুর নিরাপত্তারক্ষী! ছাত্রীদের সঙ্গে করছেন অশালীন ব্যবহার! কোন বিশ্ববিদ্যালয়ের ঘটনা?
advertisement
এমনকি হালিশহর পুরসভা থেকে মিল কর্তৃপক্ষের কাছে গঙ্গা দূষণের বিষয়ে ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে, মিল কর্তৃপক্ষের বক্তব্য তারা নিজেদের জায়গাতেই ময়লা ফেলছেন, পাশাপাশি গঙ্গায় আবর্জনা যদি কোনরকম ফেলা হয়ে থাকে তা তারা পুড়িয়ে দেবেন বলেছেন। এখন প্রশ্ন এটাই, নিজেদের জায়গা হলেও কি গঙ্গা দূষণ সম্ভব? যেন তেন প্রকারেণ নিজের জায়গা হলেও কি পরিবেশ দূষণ করা আমাদের উচিত? এই ভিড় করা প্রশ্নের আদতেও সমাধান কি করবে হালিশহর পৌরসভা? এখন দেখার এটাই স্থানীয় মানুষের দুর্ভোগ কবে কমে।