গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, যে কোনও মুহূর্তে তলিয়ে যেতে পারে আরও বেশ কিছু বাড়িঘর। তলিয়ে যেতে পারে মন্দিরও। বাঁধের ওপর দিয়ে নির্মাণ করা ঢালাই রাস্তার একাংশও গঙ্গাগর্ভে তলিয়ে গিয়েছে। স্বাভাবিক কারণেই নতুন করে গঙ্গা ভাঙনের আতঙ্ক সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামে।
আরও পড়ুন: শুধু বাংলাদেশি নয়, দেশে ঘাপটি মেরে ইন্দোনেশিয়ানরাও! জানুন কী হল ইন্দো-নেপাল সীমান্তে
advertisement
গঙ্গা ভাঙনের জেরে মুহূর্তের মধ্যে বাড়ির সদস্যদের নিয়ে ছুটলেন ভাঙন কবলিতরা৷ চোখের সামনে দেখলেন ঘরের মেঝে, বিছানা-সহ সমস্ত জিনিস গঙ্গা টেনে নিয়ে চলেছে ৷ মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙনের তাণ্ডব যখন চলছে, যাঁদের বাড়িঘর এখনও ধসের কবলে পড়েনি তাঁরা ঘরের যে জিনিসগুলো হাতের কাছে পেয়েছেন তা নিয়ে ছুটেছেন অন্যত্র।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েকদিন গঙ্গার জলস্তর কমতে থাকলেও হঠাৎ করে তিনদিন থেকে আবারও জলস্তর বৃদ্ধি পেয়েছে। এই জলস্তর বৃদ্ধির সময়ে নতুন করে গঙ্গা ভাঙ্গনে উদ্বিগ্ন সাধারণ মানুষ। কিছুদিন আগেও গঙ্গার জলস্তর কমছিল। গত কয়েক দিন ধরে হঠাৎ আবারও জলস্তর বাড়তে থাকে। এর মাঝেই গঙ্গা ভাঙন ও নদীপাড়ে রাস্তা এবং বেশ কিছু বাড়িতে নতুন করে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে সামশেরগঞ্জের উত্তর চাচন্ড এলাকার বাসিন্দারা।