স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর চাচন্ডের ওই ICDS কেন্দ্রটি গত কয়েক সপ্তাহ ধরেই নদী ভাঙনের কবলে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। গঙ্গার জলস্তর কিছুটা কমে যাওয়ায় নদীর স্রোত তীব্র হয়েছিল। সেই সঙ্গে টানা বৃষ্টিতে মাটির গঠন আরও নরম হয়ে পড়ে। ফলস্বরূপ, শুক্রবার গভীর রাতে হঠাৎ ICDS কেন্দ্রটির মাটির তলদেশ ধসে পড়ে এবং মুহূর্তের মধ্যেই তা নদীতে তলিয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ পদ্মের মতো পাপড়ি এই খাজায়! একটা খেলেই পেট ভর্তি, দেদার বিকোচ্ছে মেলায়, না খেলে ‘মিস’!
ভাঙনের খবর ছড়িয়ে পড়তেই শনিবার সকাল থেকে এলাকায় ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই নিজেদের ঘরবাড়ি সরিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকেও ইতিমধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় প্রতি বছরই এভাবে গঙ্গা তীরবর্তী গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত নদী বাঁধ মেরামত ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে গঙ্গা ভাঙন- দুইয়ের চাপে দিশেহারা উত্তর চাচন্ডের মানুষজন। সামশেরগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় নদীগর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়িঘর, ভিটেমাটি। এবার তলিয়ে গেল আস্ত আইসিডিএস সেন্টার। এর ফলে পড়ুয়া থেকে অভিভাবক সকলের মাথায় হাত পড়েছে।





