গণপতি বাপ্পা আসবেন আর বাড়িতে মোদক আসবে না, তাই কখনও হয়!মোদক হল ভগবান গণেশের সবচেয়ে প্রিয় ভোগ। বিশেষ করে নারকেল ও গুড় দিয়ে তৈরি এই মোদক মহারাষ্ট্রে অত্যন্ত পরিচিত। পুরাণ অনুযায়ী, গণেশজির হাতে সর্বদা মোদক থাকে, যা জ্ঞান, সুখ ও ঐশ্বর্যের প্রতীক। বিশ্বাস করা হয়,২১টি মোদক নিবেদন করলে দেবতা ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। তবে বর্ধমানের বিসি রোডের এই মিষ্টির দোকানে মোদকের বাইরেও আপনি পাবেন নানান ফ্লেভারের মোদক। যার দাম সাত টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত। এছাড়াও রয়েছে নানান সাইজে ও দামের লাড্ডু। অন্যান্য মিষ্টি থাকলেও গনেশ চতুর্থীর বাজার মাতাচ্ছে হরেক রকমের মোদক। যার মধ্যে রয়েছে টু ইন ওয়ান, স্ট্রবেরি, ম্যাংগো, চকলেট সহ আরও নানান ফ্লেভারের মোদক। এমনকি এই দোকানে এলে আপনি পাবেন তালের মোদকও।
advertisement
বর্ধমানের এই মিষ্টির দোকানে হরেক রকম মোদকের চাহিদা থেকে বোঝা যায়, ধর্মীয় উৎসবের সঙ্গে মিশে গেছে আধুনিকতা। মোদক এখন আর শুধু পুজোর উপকরণ নয়,বরং এক নতুন রূপে তা সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। এই অভিনবত্বের ছোঁয়া যেমন উৎসবের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে তেমনই বাড়ছে বিক্রিও।