TRENDING:

Charak Festival: প্রাচীন কাল থেকেই গ্রামবাংলার লোক পার্বণের অংশ গাজন এবং চড়ক! ফিরে চলুন অতীত ইতিহাসে

Last Updated:

Charak Festival: 'চড়ক' শব্দটি এসেছে 'চক্র' বা ঘূর্ণন থেকে। একটি মোটা কাঠের খুঁটি যেটাকে বলা হয় চড়ক গাছ। সেটাকে মাটিতে পুঁতে তার উপরে নাগোর দোলনার মত সমান্তরালে সন্ন্যাসীদেরকে ঝুলিয়ে ঘোরানো হয়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সৈকত শী, তমলুক: গ্রাম বাংলার প্রাচীন লোক উৎসবের অন্যতম হল গাজন বা চড়ক উৎসব। চৈত্র মাসের শেষে গ্রামবাংলায় বসে গাজন। আর এই গাজনের সমাপ্তি হয় চড়ক উৎসব দিয়ে। চড়ক উৎসব হল গাজনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা চৈত্র মাসের শেষ দিনে অথবা বৈশাখ মাসের প্রথম দিনে পালিত হয়। এটি শিব ও শক্তি পুজোর সঙ্গে জড়িত এবং লৌকিক ধর্মীয় রীতিনীতির একটি প্রকাশ। চড়ক গাজনের সমাপ্তি পর্ব হিসেবে পরিচিত।
advertisement

চড়ক উৎসবের ইতিহাস পর্যালোচনা করলে জানা যায়, তান্ত্রিক ক্রিয়া থেকেই পরবর্তী কালে উদ্ভব চড়ক পুজোর। চড়ক পুজোয় যোগদানকারী সন্ন্যাসীরা তান্ত্রিক সাধনা অভ্যাসের ফলে নিজেদের শারীরিক কষ্টবোধের ঊর্ধ্বে যান, তার ফলে চড়কের মেলায় নানা রকম শারীরিক কষ্ট স্বীকারে তাঁরাই অগ্রণী হয়ে ওঠেন। পরে এই  সাধনপদ্ধতিগুলি শিবের গাজনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়ে যায়।

advertisement

চড়ক‘ শব্দটি এসেছে ‘চক্র’ বা ঘূর্ণন থেকে। একটি মোটা কাঠের খুঁটি যেটাকে বলা হয় চড়ক গাছ। সেটাকে মাটিতে পুঁতে তার উপরে নাগোর দোলনার মত সমান্তরালে সন্ন্যাসীদেরকে ঝুলিয়ে ঘোরানো হয়, আর সন্ন্যাসীরা উপর থেকে বাতাসা, জিলিপি ইত্যাদি ছড়াতে থাকে।

গাজনের মূল আকর্ষণ এটাই। তবে গাজন হলেই যে চড়ক হবে এমন কোনও কথা নেই। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত মিরিকপুর গ্রামে প্রায় শতাব্দি প্রাচীন গাজন উৎসব বসে। গাজন উৎসব শতাব্দী প্রাচীন হলেও চড়ক মেলার আয়োজন প্রায় ৬০ বছর ধরে হয়ে চলছে।এ বিষয়ে গ্রাম কমিটির সম্পাদক গোপালচন্দ্র দে জানান, ‘বহুদিন ধরে চলে আসছে এই গ্রামের গাজন উৎসব এবং চড়ক মেলা।

advertisement

আরও পড়ুন : আজ পয়লা বৈশাখের সন্ধ্যায় বাড়ির দরজায় ছোট্ট কাজ! রাতে রুটি তৈরির আগে আটায় মেশান এটা! টের পাবেন না অভাব! হবে অর্থবৃষ্টি

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

আশেপাশের এলাকা থেকে কয়েক হাজার মানুষ এই মেলায় উপস্থিত হয়। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সুনির্দিষ্ট নিয়ম কানুন মেনেই চড়ক পুজো ও মেলার আয়োজন করা হয়। শুধু পূর্ব মেদিনীপুর জেলার মিরিকপুর গ্রামে নয় এর পাশাপাশি তমলুকের নানা প্রান্তে ও জেলার নানা প্রান্তে চড়ক উৎসব এবং মেলার আয়োজন হয় প্রতিবছরই।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Charak Festival: প্রাচীন কাল থেকেই গ্রামবাংলার লোক পার্বণের অংশ গাজন এবং চড়ক! ফিরে চলুন অতীত ইতিহাসে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল