Charak Puja 2025: চড়ক উৎসবে এ কী কাণ্ড! শহর থেকে গ্রাম, দূর-দূরান্ত থেকে ঢল নামছে কাতারে কাতারে মানুষের, হচ্ছেটা কী?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Charak Puja 2025: শুধু জেলা পুরুলিয়া নয় ভিন রাজ্য থেকেও গাজনে অংশ নিচ্ছে কাতারে কাতারে মানুষ , জমজমাট চারিদিক!
পুরুলিয়া : গ্রাম বাংলার অতি জনপ্রিয় একটি উৎসব গাজন। এই উৎসবে মেতে ওঠেন গ্রামাঞ্চলের মানুষজন। জেলা পুরুলিয়ার বিভিন্ন জায়গাতে চরক তথা গাজন হতে দেখা যায়। চৈত্র সংক্রান্তির দিন থেকে সূচনা হয় পুরুলিয়ার মানবাজারের বুধপুর শিব মন্দিরের গাজন উৎসব। এই উৎসবকে করে এলাকায় বসে মেলা। জমজমাট হয়ে উঠে চারিদিক।
একপ্রকার জনপ্লাবন দেখা যায়। এই এলাকার চড়ক খুবই জনপ্রিয়।তাই দূর-দূরান্ত থেকেই বহু ভক্তের সমাগম হয় এই মেলায়। সারা বছর এই দিনের অপেক্ষায় থাকেন বহু মানুষ। বছরের এই সময় যেন মিলন উৎসব হয়ে ওঠে বুধপুর শিব মন্দির প্রাঙ্গণ।
advertisement
advertisement
একইভাবে চড়ক উপলক্ষে সেজে উঠেছে অযোধ্যা পাহাড়তলী। প্রতিবছরের মত এ-বছরও চড়কে বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়তলীতে অবস্থিত লহরিয়া শিব মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল। এই মন্দির দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় করে। শুধু এই রাজ্য নয় পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড ও ওড়িশা থেকেও বহু মানুষের সমাগম হয় এই উৎসবে। উৎসবমুখী হয়ে ওঠে চারিদিক। মানুষের আবেগের সঙ্গে মিশে রয়েছে এই উৎসব।
advertisement
হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে অন্যতম উৎসব গাজন। শিবের উপাসনা করা হয় এই উৎসবে। গ্রাম বাংলায় অতি জনপ্রিয় গাজন উৎসব। ৮ থেকে ৮০ সকলেই মেতে ওঠেন এই পরবে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2025 6:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Charak Puja 2025: চড়ক উৎসবে এ কী কাণ্ড! শহর থেকে গ্রাম, দূর-দূরান্ত থেকে ঢল নামছে কাতারে কাতারে মানুষের, হচ্ছেটা কী?