পৌরাণিক নিয়ম অনুযায়ি চৈত্র মাসে শিবের আরাধনা করতে গাজন সন্ন্যাসীরা ব্রত পালন করেন। আর সেই পুজোয় তিথি অনুযায়ী বারুণী তিথিতে শিবের পাট গঙ্গায় স্নান করিয়ে গাজনের পুজো শুরু করেন গাজন সন্ন্যাসীরা। বারুনী স্নানের তিথি উপলক্ষে সকাল থেকেই ফুলিয়ার কৃত্তিবাসের বয়ড়া গঙ্গার ঘাটে উপচে পড়ল গাজন সন্ন্যাসীদের ভিড়।
advertisement
আরও পড়ুন : পোষ্যকে নিয়ে চিন্তার দিন শেষ, অত্যাধুনিক সুবিধে-সহ বিশাল পশু হাসপাতাল তৈরি হচ্ছে নিউটাউনে
সন্ন্যাসীরা জানান, চৈত্র মাসের ১ তারিখ থেকেই তাঁরা নিরামিষ আহার পালন করেন। প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠান চলবে পয়লা বৈশাখ পর্যন্ত। এদিন ঠাকুরকে ভাগীরথী গঙ্গায় স্নান করাতে কৃষ্ণনগর বাদকুল্লা তাহেরপুর হবিবপুর-সহ একাধিক জায়গা থেকে পুজো উদ্যোক্তারা মহাদেবের বাণপাঠ নিয়ে আসেন । ঠাকুরকে স্নান করিয়ে ভাগীরথী নদীর তীরেই আজ থেকে শুরু হল গাজন সন্ন্যাসীদের উৎসব।