Newtown Pet Animal Hospital: পোষ্যকে নিয়ে চিন্তার দিন শেষ, অত্যাধুনিক সুবিধে-সহ বিশাল পশু হাসপাতাল তৈরি হচ্ছে নিউটাউনে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Newtown Pet Animal Hospital:সেই দাবি মেনে এ বার এনকেডিএ কর্তৃপক্ষের তরফ থেকে বড় একটি পশু হাসপাতাল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুত সেই কাজ শুরু হবে বলেও জানা গিয়েছে কর্তৃপক্ষের তরফে
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: শহর হোক বা শহরতলি, বাড়িতে পোষ্য রাখার শখ থাকে অনেকেরই। তবে নিউটাউন এলাকায় সেই সমস্ত পোষ্যের নিয়মিত চিকিৎসা, দেখভাল করার জন্য বছর ছয়েক আগে একটি পশু চিকিৎসালয় চালু করেছিল এনকেডিএ। কিন্তু প্রয়োজনের তুলনায় সব পরিষেবা না মেলায় বড় পশু হাসপাতালের দাবি করছিলেন নিউ টাউনের বাসিন্দারা। সেই দাবি মেনে এ বার এনকেডিএ কর্তৃপক্ষের তরফ থেকে বড় একটি পশু হাসপাতাল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুত সেই কাজ শুরু হবে বলেও জানা গিয়েছে কর্তৃপক্ষের তরফে।
প্রিয় পোষ্যের যত্নে কোনওরকম খামতি রাখতে চান না মালিকপক্ষ। এই ধরনের পোষ্য মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রয়োজনীয় খাবার বা ওষুধ মিললেও, এই এলাকায় ঠিকমতো পোষ্যদের ক্লিনিক, ডাক্তার পাওয়া যায় না। হাতে গোনা দু’-চারটি বেসরকারি ক্লিনিক থাকলেও সেখানে চিকিৎসার খরচ আকাশছোঁয়া। একমাত্র সস্তায় বা একপ্রকার বিনামূল্যে পশু চিকিৎসা হয় বেলগাছিয়ার অ্যানিম্যাল হসপিটালে। ২০১৯ সালে নিউ টাউনে একটি পেট ক্লিনিক ও ক্রেশ চালু করেছিল এনকেডিএ। টাটা ক্যানসার হাসপাতালের কাছে শঙ্কর নেত্রালয়ের পিছনে সেই ক্লিনিকে আউটডোরে পোষ্যদের চিকিৎসার সুযোগ রয়েছে।
advertisement
আরও পড়ুন : দরিদ্রদের বড় সমস্যার সমাধান সমাজসেবী যুবকের! উদ্যোগকে সাধুবাদ সকলের
এখন এনকেডিএ কর্তৃপক্ষ চাইছেন, ওই ক্লিনিকই বড় হাসপাতাল হোক। যেখানে একাধিক পশু বিশেষজ্ঞ, ডাক্তার থাকবেন। আউটডোরে চিকিৎসার পাশাপাশি জটিল রোগে অপারেশন করার ব্যবস্থা রাখা হবে হাসপাতালে। পোষ্যকে ভর্তি করা যাবে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেও। এনকেডি-এর এক কর্তার কথায়, বেলগাছিয়ার পরে এটি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পশু হাসপাতাল হিসাবে স্বীকৃতি পাবে। হাসপাতাল বিল্ডিং এনকেডিএ তৈরি করলেও, পরিকাঠামো তৈরি করবে ভেটেরিনারি ডিপার্টমেন্ট। ফলে আগামিদিনে নিউটাউন-সহ বিধাননগর মহকুমার বিস্তীর্ণ এলাকার পশুপ্রেমীরা এই চিকিৎসা পরিষেবার সাহায্য নিতে পারবেন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 30, 2025 2:03 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Newtown Pet Animal Hospital: পোষ্যকে নিয়ে চিন্তার দিন শেষ, অত্যাধুনিক সুবিধে-সহ বিশাল পশু হাসপাতাল তৈরি হচ্ছে নিউটাউনে