TRENDING:

Gajan Festival: পালকিতে গ্রাম ঘুরলেন মা সর্বমঙ্গলা কালী! এটাই গাজনের রীতি এই প্রাচীন জনপদে

Last Updated:

Gajan Festival: ভরতপুর ব্লকের অন্তর্গত জজান গ্রাম।জজান গ্রামের মা সর্বমঙ্গলা কালী বহু প্রাচীন। চৈত্রের শেষ দিনে পালকি তে করে মাকালী বিগ্রহ নিয়ে গ্রাম পরিক্রমা করা হল মশাল জ্বেলে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ভরতপুর ব্লকের অন্তর্গত জজান গ্রাম।জজান গ্রামের মা সর্বমঙ্গলা কালী বহু প্রাচীন। চৈত্রের শেষ দিনে পালকিতে করে মাকালীর বিগ্রহ নিয়ে গ্রাম পরিক্রমা করা হল মশাল জ্বেলে। জানা যায়, জজান মুর্শিদাবাদের একটি অতি প্রাচীন গ্রাম। প্রাচীন নাম জয়যান। হয়তো গৌড়ের অধিপতি জয়নাগের নামাঙ্কিত ছিল এই জনপদ। পালযুগে উত্তরে ময়ূরাক্ষী, দক্ষিণে অজয়, পূর্বে ভাগীরথী ও পশ্চিমে দ্বারকা। এই চারটি নদীবেষ্টিত গৌড়সংলগ্ন উত্তর রাঢ়ের করগ্রহণের প্রধান কেন্দ্র ছিল জজান।
advertisement

পালযুগে বিগ্রহপালের মৃত্যুর পর কৈবর্ত শাসনের সময়ে সাময়িকভাবে বঙ্গের বর্মণবংশের অধিকারে ছিল এই জজান অঞ্চল। জজান গ্রামে আছে মা সর্বমঙ্গলার মন্দির। বর্তমান মন্দিরটি সম্ভবত অষ্টাদশ শতকে নির্মিত। তবে মাতৃপীঠের ইতিহাস অনেক প্রাচীন। মন্দির থেকে প্রাপ্ত একটি শিলালিপি থেকে জানা যায় ৭৭৮ খ্রিস্টাব্দে জজানের পাশের গ্রাম বৈদ্যপুর অধিবাসী রামেশ্বর দত্ত নামে জনৈক বণিক বৈদ্যপুরের পাশে দেবীপুরে দেবী সর্বমঙ্গলার মূর্তি ও মন্দির প্রতিষ্ঠা করেন।

advertisement

আরও পড়ুন : পয়লা বৈশাখে মাত্র ১১ টি আতপচাল দিয়ে করুন এই কাজ! নতুন বছরে উপচে পড়বে টাকা, সৌভাগ্য ও সংসারে শান্তি

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বর্তমানে অবশ্য সর্বমঙ্গলা পূজিত হন একটি মাতৃশিলায়।বিভিন্ন জায়গায় শিবের গাজন অনুষ্ঠিত হলেও এই গ্রামে মাকালীর বিগ্রহ নিয়ে গ্রাম পরিক্রমা করা হয়। রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত ভক্তদের কাঁধে চেপে পালকিতে  গ্রাম পরিক্রমা করা হয়। আগে গ্রামে রাস্তায় পথবাতি ছিল না, ফলে মশাল জ্বেলেই গ্রাম পরিক্রমা করা হত। আজ পথবাতি হলেও সেই মশাল জ্বেলে মা সর্বমঙ্গলার বিগ্রহ গ্রামে পরিক্রমা করানো হয়। যা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষজন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gajan Festival: পালকিতে গ্রাম ঘুরলেন মা সর্বমঙ্গলা কালী! এটাই গাজনের রীতি এই প্রাচীন জনপদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল