পুরুলিয়ার ঝালদা বাজারে লক্ষ্মীপুজোর ফল কিনতে গিয়ে বিপাকে পড়ছেন ক্রেতারা। এ বিষয়ে এক ক্রেতা শ্যামলী দত্ত বলেন, ফলের অতিরিক্ত দাম রয়েছে। যে নারকেল সাধারণ দিনে কুড়ি টাকা পিস বিক্রি হয় তা এখন ডবল দামে বিক্রি হচ্ছে। পুজো বলে তাদেরকে বেশি দাম দিয়েই ফল কিনতে হচ্ছে।
advertisement
এ বিষয়ে ফল বিক্রেতা মন্তোষ কিশোরী ও সিতারাম কুমার বলেন, লক্ষ্মীপুজোর কারণে ফলের দাম বৃদ্ধি পেয়েছে। আমদানি কম থাকার কারণে দাম বাড়ছে। বিশেষ করে নারকেলের দাম অতিরিক্ত রয়েছে। লক্ষ্মীপুজোয় বেশিরভাগ মানুষই নারকেল কিনে থাকেন। তাই ক্রেতারা ফল কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফল ছাড়া অসম্পূর্ণ লক্ষ্মীপুজো। তাই দাম বেশি দিয়ে হলেও ফল কিনতে হচ্ছে ক্রেতাদের। নারকেল ৪০ টাকা থেকে ৬০ টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে। পুজোর কলা বিক্রি হচ্ছে ৫০ টাকা ডজন, ১০০ টাকা কেজি আপেল, ৩৫০-৪০০ কেজিতে বিক্রি হচ্ছে কমলা লেবু, বেদানা বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকায়। এই অতিরিক্ত দামের ফলেই মাথায় হাত পড়েছে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তের।