যুব তৃণমূল ‘নিঃশ্বাস’ নামক একটি পরিষেবা চালু করল। যেখানে জেলাজুড়ে মিলছে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা। আপাতত ১০টি ইউনিট নিয়ে তাদের পথ চলা শুরু হয়েছে। খুলে দেওয়া হয়েছে দু’টি হেল্পলাইন নম্বর। এই হেল্পলাইন নম্বরে একটি ফোন কলেই মিলবে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা। নম্বরটি হল – ৮০১৬৫২৪৭৭৩ এবং ৭৯০৮৫৫২৫০২। গরিব ও অসহায় মানুষরা যাতে অক্সিজেন জোগাড় করতে গিয়ে কোনও সমস্যার মধ্যে না পড়েন সেই কারণেই এই উদ্যোগ।
advertisement
এ বিষয়ে জেলা যুব তৃণমূল সভাপতি গৌরব সিং বলেন, “মানুষের পাশে থাকার জন্য আমরা বিনামূল্যে অক্সিজেন পরিষেবা চালু করেছি জেলাজুড়ে।”
তিনি আরও বলেন, “বহু ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় রাতের দিকে পুরুলিয়ায় মানুষের অক্সিজেনের প্রয়োজন হয়। কিন্তু অতিরিক্ত দামে অনেকেই অক্সিজেন কিনতে পারেন না। আবার অনেকেই জানেনও না কোথায় গেলে অক্সিজেন পাওয়া যাবে। তাই তাদের কথা চিন্তা করে দুটো টোল ফ্রি নম্বর আমরা চালু করেছি। সেখানে ফোন করলে অনায়াসেই অক্সিজেন পাওয়া যাবে। আপাতত পুরুলিয়া শহরে তাদের জেলা তৃণমূল কার্যালয়ে এই অক্সিজেন সিলিন্ডার থাকছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরবর্তীতে জেলার বিভিন্ন প্রান্তে এই অক্সিজেন সিলিন্ডার রাখার পরিকল্পনা রয়েছে। অক্সিজেনের ঘাটতি মেটাতেই জেলা যুব তৃণমূল এই উদ্যোগ নিয়েছে। এর ফলে বহু মানুষ উপকৃত হবেন। বিশেষ করে যারা দুস্থ ও অসহায় তাদের জন্য অনেকটাই সুবিধা হল এই বিনামূল্যে অক্সিজেন পরিষেবা চালু করায়।





