আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমলে শাপে বর! প্রচুর ইলিশ আসার অপেক্ষা, বাজার ছেয়ে যাবে রুপোলি শস্যে, দাম কত হবে?
নিরিবিলি শান্ত পরিবেশে গহেরপুরে জয়নগর দু’নম্বর ব্লকের ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতের দোষরা ভগবানপুরে প্রায় এক বিঘা জমির উপরে গড়ে উঠেছে প্রচেষ্টা বৃদ্ধাশ্রম। গত ১২ই ফেব্রুয়ারি এই বৃদ্ধাশ্রম এর পথ চলা শুরু হয়। বর্তমানে সুন্দরবন সহ দক্ষিন ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে ১২ জন গরিব অসহায় বৃদ্ধ বৃদ্ধার জায়গা হয়েছে এই বৃদ্ধাশ্রমে। সম্পূর্ণ বিনামূল্যে এই বৃদ্ধাশ্রমে তাদের রাখা হয়েছে। নিয়ম করে খাওয়া-দাওয়া থেকে শুরু করে বিনোদনের জন্য টিভির ব্যবস্থা, পুজো অর্চনা করার জন্য ঠাকুর ঘর সহ একাধিক সুবিধার ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য।
advertisement
আরও পড়ুন: বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম, বৃষ্টির সম্ভাবনা কবে? জানাল হাওয়া অফিস
এই বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ বৃদ্ধরা নিজেদের মধ্যে একটা পরিবার তৈরি করে ফেলেছে। তাঁরা তাদের পরিবার থেকে হারিয়ে ও নতুন পরিবার তৈরি করে খুব ভাল আছে বলেই জানালেন। এ ব্যাপারে প্রচেষ্টা বৃদ্ধাশ্রমের সদস্য বলেন আমরা চাই সমাজে অবহেলিত দু:স্থ অসহায় বয়স্কদের এই বৃদ্ধাশ্রমে এনে তাদের দেখভাল করতে, তাদের পাশে থাকতে। তারা আরও জানান, দক্ষিণ ২৪ পরগনা বা আশেপাশের এলাকা থেকে এরকম মানুষের সন্ধ্যান পেলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারা তাদের প্রচেষ্টা বৃদ্ধাশ্রমের পরিবারের সদস্য করে নেবে অসহায় মানুষদের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুমন সাহা