সুষমা দত্ত ফাউন্ডেশন ফর ওমেন্স কেয়ার একটি সংস্থা যা সর্বদা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত, যেমন বৃদ্ধাশ্রম পরিচালনা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, এবং বিভিন্ন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে। এবার চালু ওষুধ ব্যাংকও। এই সংস্থাটি “Old Age Care” নামে একটি ইউনিট পরিচালনা করে, যেখানে বৃদ্ধ ও অসহায় মানুষেরা আশ্রয় পায়। বিশিষ্ট কিছু মানুষ এবং বেশ কিছু ভালো মনের চিকিৎসকের সহযোগিতায় চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এখানে। বিনা পয়সায় বয়স্ক অসহায় মানুষদের জন্য দাতব্য চিকিৎসালয় পরিষেবা চলছে।
advertisement
ব্যাংক কর্মী সুজিত দত্তর উদ্যোগেই মূলত গড়ে উঠেছে এই বিনামূল্যের চিকিৎসা কেন্দ্রটি। এই প্রসঙ্গে প্রতিষ্ঠাতা সুজিত দত্ত জানান, সারা বছর বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। এটি বিশেষভাবে সেইসব মানুষের জন্য তৈরি করা হয়েছে, যারা অর্থের অভাবে ভালো চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হতেন। এই কেন্দ্রে ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা রোগীদের প্রয়োজনীয় পরিষেবা দেন। এখানে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও পাওয়া যায়।
বিনা পয়সায় চিকিৎসার পরেও মানুষের সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওষুধ ক্রয় করা। সমাজে পিছিয়ে পড়া মানুষরা যাতে ঠিক সময়ে চিকিৎসা করাতে পারেন সেই দিক গুরুত্ব রেখেই সম্পূর্ণ বিনামূল্যে এই দাতব্য চিকিৎসালয়ের পাশাপাশি এবার সেই সব অসহায় মানুষদের জন্য ওষুধ ব্যাঙ্কের সূচনা করেছে সুষমা দত্ত ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি সমাজের অসহায় মানুষের জন্য অন্যান্য বিভিন্ন জনকল্যাণমূলক কাজেও যুক্ত রয়েছে, যেমন দরিদ্রদের খাদ্য ও বস্ত্র বিতরণ, শিক্ষার প্রসার ইত্যাদি।
রাকেশ মাইতি