স্বেচ্ছাসেবী সংস্থা সূত্রে জানা গিয়েছে, সপ্তাহে দু’দিন সোমবার ও শুক্রবার দুপুরে বিনামূল্যে খাবার দেওয়া হবে। পরবর্তীতে সপ্তাহে আরও এই পরিষেবা আরও কয়েকটা দিন বৃদ্ধি পাবে বলেই মত প্রকাশ করেছেন উদ্যোক্তারা। সোমবার এবং শুক্রবার দুপুর ১২ টা থেকে ৩টে পর্যন্ত খাবার বিতরণ করা হবে। এই কর্মসূচির জন্য একটি ভবনের উদ্বোধন করেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, বিডিও শিশুতোষ প্রামাণিক, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শোভন চৌধুরি, তরুণ চক্রবর্তী, আব্দুল মান্নান-সহ অন্যরা। ভবনের সামনে রাখা হয়েছে অনুদান বাক্স, কেউ দান করতে চাইলে সেই বাক্সে অনায়াসে দান করতে পারবেন।
advertisement
আরও পড়ুন: উইকিতে ২৪, অথচ কেন ২৬ মে পালিত হচ্ছে বিদ্রোহী কবির জন্মজয়ন্তী! আসল কারণ জানালেন ইতিহাসবিদ
বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, “দু’মুঠো অন্নর জন্য ভবঘুরেরা ঘুরে বেড়ান এক স্থান থেকে অন্যস্থান। লাভপুরের বাসিন্দা, স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যবসায়ীদের সহযোগিতায় উদ্বোধন করা হয়েছে একমুঠো অন্ন মানবিক পরিষেবার। আগামিদিনে অসহায় মানুষগুলির জন্যই বৃদ্ধাশ্রম তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। ব্লক প্রশাসন ও এলাকার বহু সমাজসেবীদের সহযোগিতায় তৈরি হবে বৃদ্ধাশ্রম।” অন্যদিকে ভবঘুরেরা জানাচ্ছেন, “সাধুসন্ত, ভবঘুরে এবং দুস্থঃদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা। এর জন্য ধন্যবাদ।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিনা পয়সায় দুপুরে ভাত, ডাল, সবজি, মাছ পেয়ে স্বভাবতই খুশি এলাকার দুঃস্থ মানুষেরা। এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন লাভপুরের বাসিন্দারা।অন্যদিকে সপ্তাহে আরও এক দিন খাবারের দায়িত্ব নিয়েছেন লাভপুর থানার ওসি আব্দুল গাফফার। লাভপুর থানার ওসির এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে বহু বিশিষ্টজনেরা।
সৌভিক রায়