Kazi Nazrul Islam: উইকিতে ২৪, অথচ কেন ২৬ মে পালিত হচ্ছে বিদ্রোহী কবির জন্মজয়ন্তী! আসল কারণ জানালেন ইতিহাসবিদ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
কাজী নজরুল ইসলামের জন্মদিন ২৪ শে মে হলেও পালিত হচ্ছে ২৬ মে, আসল কারণ অবাক করবে আপনাকে
বীরভূম: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এই কাজী নজরুল ইসলামকে চেনেন না এমন কেউ নেই। কাজী নজরুল ইসলাম ২৪ মে ১৮৯৯ সালে অর্থাৎ (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তাঁর পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম জাহেদা খাতুন। নজরুল ইসলামের জীবন কাহিনী ঘাঁটলে জানা যায়, ১৯১৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯২০ সাল পর্যন্ত সৈনিক হিসেবে কাজ করেন।
advertisement
advertisement
তবে জানেন কাজী নজরুল ইসলামের জন্মদিন এপার বাংলা এবং ওপার বাংলায় ভিন্ন তারিখে পালন করা হয়ে থাকে! এবার হয়ত ভাববেন একটা মানুষেরই জন্ম দিবস কীভাবে ভিন্ন তারিখে পালন করা যেতে পারে? এ বিষয়ে বীরভূমের সদর শহর সিউড়ির বিদ্যাসাগর কলেজের ইতিহাসবিদ অধ্যাপক পার্থ শঙ্খ মজুমদার জানান, “কাজী নজরুল ইসলাম যখন জন্মগ্রহণ করেন তখন সেই তারিখটা ছিল ১১ জ্যৈষ্ঠ অর্থাৎ ইংরেজির ২৪ মে। তবে আমরা অর্থাৎ পশ্চিমবঙ্গের বাঙালিরা যে পঞ্জিকা ব্যবহার করে থাকি সেখানে ১১ জ্যৈষ্ঠ সব সময় ২৪ এ মে হয় না। কখনও কখনও ২৫ মে, আবার কখনও এই বছরের মত ২৬ মে হয়ে থাকে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আমাদের আরও জানান, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।বাংলাদেশের মানুষজন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন করেন ১১ জ্যোষ্ঠ তারিখে। যেহেতু তারা ১৯৮৮, ১৯৮৯ এই সময় সালে তাদের যে বর্ষপঞ্জিকা সেই বর্ষপঞ্জিকা সংশোধন করেছিলেন সেই কারণে তাদের পঞ্জিকা মতে প্রত্যেক বছর ১১ জ্যৈষ্ঠ ২৫ মে তারিখে পড়ে। আর এই কারণেই এপার বাংলা এবং ওপার বাংলায় ভিন্ন তারিখে কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী পালন করা হয়ে থাকে।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 26, 2025 8:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kazi Nazrul Islam: উইকিতে ২৪, অথচ কেন ২৬ মে পালিত হচ্ছে বিদ্রোহী কবির জন্মজয়ন্তী! আসল কারণ জানালেন ইতিহাসবিদ