স্বভাবিক ভাবেই বর্তমান চাকরির বাজারে দাঁড়িয়ে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের দিশা দেখাচ্ছে এই লাইব্রেরী। স্নাতক পড়াশোনা শেষ করে অনেকের ইচ্ছা থাকে WBCS, রেল, ব্যাঙ্ক এর বিভিন্ন পদে যাওয়ার। অথবা রাজ্য সরকারের বিভিন্ন পদে চাকরির করার ইচ্ছা থাকে। সেই সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য আশীর্বাদ এই লাইব্রেরি। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা গ্রন্থাগারে বসেই পেয়ে যাবেন সেই সমস্ত চাকরির প্রস্তুতির বিভিন্ন বই।
advertisement
আরও পড়ুন : পান চা, গোলাপ চা, চকলেট চা…‘বড় কেটলি’তে পাওয়া যাচ্ছে এত রকমের চা! খেয়েছেন? দোকানের ঠিকানা জেনে এখনই যান
তবে কীভাবে এখানে এসে চাকরির জন্য প্রস্তুতির বই পড়বেন? তাঁর জন্য আপনাকে মানতে হবে কিছু নিয়ম। আসানসোল জেলা লাইব্রেরীর যুগ্ম সম্পাদক দীপক কান্ত তলাপাত্র বলেন, সকাল সাড়ে ১১টা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত শুধু জেলা নয়, জেলার বাইরের বহু এবং ভিন রাজ্য ঝাড়খণ্ড, বিহার থেকেও ছাত্রছাত্রীরা এখানে এসে ক্যারিয়ার গাইডেন্স বই নিয়ে পড়াশোনা করতে আসেন।
আরও পড়ুন : ওদের হাতের কাজ দেখলে পার্থক্য করতে পারবেন না! পুরোটা জানলে মন ছুঁয়ে যাবে
প্রত্যেক বছর এখান থেকেই প্রায় ১০ জন ছাত্রছাত্রী বিভিন্ন চাকরিতে সাফল্য অর্জন করছেন। এখানে প্রাপ্ত বয়স্ক নিয়মিত পাঠক সংখ্যা আছেন ২২৮৬ জন। প্রবীণ নাগরিক সংখ্যা ২১৭ জন। শিশু পাঠক আঠে ১৪৬ জন। পাশাপাশি বিভিন্ন পেপার ও ম্যাগাজিন রাখা হয় এবং প্রত্যেকদিন ১০০ থেকে ১৫০ জন বই পরিবর্তন করে নতুন বই নিয়ে যান এখান থেকে।
পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা লাইব্রেরী রয়েছে আসানসোল কোর্ট মোড়ের রাস্তায়। সরকারি ছুটির দিন এবং মাসের দ্বিতীয়, চতুর্থ শনিবার বাদে, সোম থেকে শনিবার খোলা থাকে এই লাইব্রেরী। সকাল ১১.৩০ থেকে সন্ধ্যা ৬. ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে লাইব্রেরীর দরজা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিন্তু এখানে এসে কীভাবে পড়বেন আপনার প্রয়োজনীয় বইগুলি? জেনে রাখুন সেই নিয়মগুলিও। প্রথমে আপনাকে নিজের পরিচয় পত্র সহ ছবি দিয়ে একটি লাইব্রেরির সদস্যের জন্য কার্ড করতে হবে। এরপরে আপনি নিয়মিত লাইব্রেরীতে বসেই বিভিন্ন চাকরির প্রস্তুতির বই যত খুশি পড়তে পারবেন। তবে সেই বইগুলি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন না।