আরও পড়ুন: ভোটের ফল ঘিরে অনলাইন অ্যাপে এ কী চলছে! কোটি-কোটি টাকার খেলা, সর্বনাশ!
শুধু উত্তরপাড়া শহর এলাকারই নয় আশেপাশের শহরের যে সমস্ত থাকা খাওয়ায় কোনো ব্যবস্থা নেই তাদের জন্যই এই ব্যবস্থা করেছে রাজ্য সরকার ও উত্তরপাড়া পুরসভা। ইতিমধ্যেই উত্তরপাড়া শহরের রাস্তায় রাত কাটানো মানুষ বা হিন্দমোটর রেল স্টেশনে রাত কাটানো আট জন মানুষ থাকতে শুরু করেছে এই আবাসনে।এই বিষয়ে উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব বলেন,রাজ্য সরকারের আরবান বিভাগ সঙ্গেউত্তরপাড়া পুরসভা ও যাদবপুর এর এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই ব্যবস্থা করা হয়েছে।এটা করতে পেরে খুবই আনন্দিত লাগছে।
advertisement
আরও পড়ুন: যোগীর রাজ্যে পাড়ি বাংলার আমের, চাহিদা পূরণ নিয়ে চিন্তায় চাষিরা
বহু ভবঘুরে মানুষ না খেয়ে বিনা চিকিৎসায় রাস্তায় বা বিভিন্ন রেল স্টেশনে রাত কাটায় এটা খুবই কষ্টের তাদের কাছে।তাই তাদের কষ্ট নিবারণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে উত্তরপাড়া এলাকার এক বাসিন্দা বলেন,আমরা কাজে কর্মে যাওয়ার সময় প্রায় দেখতে পাই রাস্তায় বা স্টেশনে বহু মানুষ অনাহারে বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছে।কিন্তু কারো একার পক্ষে এইসব মানুষদের জন্য কিছু করে ওঠা সম্ভব না।কিন্তু এখন রাজ্য সরকার ও উত্তরপাড়া পুরসভা এইসব মানুষদের কথা ভেবে যে এরকম একটা ব্যবস্থা করেছে এটা সত্যি খুবই মানবিক উদ্যোগ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাহী হালদার