পুরুলিয়ার শুশুনিয়া একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুলে জাল নিয়োগের মেল ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সরকারি দফতরের ভুয়ো মেল আইডি ব্যবহার করে কোনও প্রতারণা চক্র স্কুল কর্তৃপক্ষ ও এক মহিলাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে বলে অভিযোগ।
প্রসঙ্গত এই ঘটনাটি ঘটে ২৬ অগাস্ট। ঐশ্বর্য চন্দ্র নামে এক মহিলা নিয়োগপত্র হাতে নিয়ে শুশুনিয়া একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুলে হাজির হন। কিন্তু এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে আগে কোনও নির্দেশ না থাকায় তাঁকে ফিরিয়ে দেওয়া হয়।
advertisement
এই ঘটনার ঠিক দু-দিন পর অর্থাৎ ২৮ অগাস্ট বিকেলে স্কুলের অফিসিয়াল মেলে ওই মহিলার নিয়োগ সংক্রান্ত একটি চিঠি আসে। এই ঘটনার বেশ খানিকক্ষণ পরই উপজাতি উন্নয়ন দফতরের নামে তৈরি আরেকটি ভুয়ো মেল আইডি থেকে রাজ্যের প্রধান সচিবের নাম ব্যবহার করে ওই মহিলার নামে নিয়োগের নির্দেশ পাঠানো হয়।
এর পরই নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন দফতরের সঙ্গে যোগাযোগ করেন তারা। বুঝতে পারেন, এটি সম্পূর্ণ ভুয়ো চিঠি। এই ঘটনার পর পুলিশের দ্বারস্থ হয় স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই স্কুলের অধ্যক্ষ অজয় তিওয়ারি বোরো থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে বোরো থানার পুলিশ।
আরও পড়ুন- প্যান্ডেলে নয়, এবার ঠাকুরঘরে সারাবছর মা দুর্গা! ঠিকানা জেনে আজই বুক করুন
নিয়োগ সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই সরগরম গোটা রাজ্য। এরই মাঝে পুরুলিয়ায় ভুয়ো নিয়োগের প্রতারণা চক্রের হদিশ মেলায় বেশ খানিকটা চিন্তার ভাঁজ ফেলেছে শিক্ষক মহলে।