এক ব্যক্তির কড়া প্রতারণার অভিযোগের তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম বিভাগ। এরপরই জানা যায় দীর্ঘদিন ধরে নিউ ব্যারাকপুরের লিচু বাগানের লেলিন সরণীতে মথুরাপুর থানার ওসির বাড়িতে ঘর ভাড়া নিয়ে মোটা অংকের টাকার ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা চক্র খুলেছিল অভিযুক্তরা।
advertisement
মথুরাপুর থানার ওসির ওই বাড়িটি বর্তমানে দেখাশোনা করতেন তাঁর ভাইপো। সেখানেই বহিরাগত ছেলেমেয়েদের নিয়ে এসে এই প্রতারণার চক্র চালানো হচ্ছিল। বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায়। এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, এইভাবে কাদের প্রতারণা করা হয়েছে সে বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2025 12:37 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fraud Racket: পুলিশ অফিসারের বাড়ি ভাড়া নিয়েছিল 'ওরা', সেখানেই রমরমিয়ে চলছিল...! খবর জানাজানি হতেই যা ঘটল