TRENDING:

Fraud Racket: পুলিশ অফিসারের বাড়ি ভাড়া নিয়েছিল 'ওরা', সেখানেই রমরমিয়ে চলছিল...! খবর জানাজানি হতেই যা ঘটল

Last Updated:

Fraud Racket: পুলিশ আধিকারিকের বাড়ি ভাড়া নিয়েই চলছিল এই চক্র! বিধাননগর সাইবার ক্রাইম শাখার পুলিশ মোট ১১টি মোবাইল ফোন, ১৫ টি ডেবিট কার্ড, ৪টি সিম কার্ড ফোনের, একটি রাবার স্টাম্প ও তিনটি ব্যাংকের চেক বইও বাজেয়াপ্ত করেছে। ধৃতদের এদিন আদালতে পেশ করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মথুরাপুর: মথুরাপুর থানার ওসির নিউ ব্যারাকপুরের বাড়িতেই চলছিল এমন চক্র! প্রতারণার অভিযোগের তদন্তে নেমে সন্ধান পেতেই পুলিশের জালে গ্রেফতার পাঁচ অভিযুক্ত। ধৃতরা হলেন রাজা পাল, বিকাশ সমাদ্দার, রাজদীপ দে, রাজ পল ও সুমন্ত মণ্ডল। ধৃতদের বাড়ি নিউ ব্যারাকপুর ও মধ্যমগ্রাম এলাকায়। তাদের থেকে বিধাননগর সাইবার ক্রাইম শাখার পুলিশ মোট ১১টি মোবাইল ফোন, ১৫ টি ডেবিট কার্ড, ৪টি সিম কার্ড ফোনের, একটি রাবার স্টাম্প ও তিনটি ব্যাংকের চেক বইও বাজেয়াপ্ত করেছে। ধৃতদের এদিন আদালতে পেশ করা হয়।
বাড়িতেই চলছিল প্রতারণা চক্র
বাড়িতেই চলছিল প্রতারণা চক্র
advertisement

এক ব্যক্তির কড়া প্রতারণার অভিযোগের তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম বিভাগ। এরপরই জানা যায় দীর্ঘদিন ধরে নিউ ব্যারাকপুরের লিচু বাগানের লেলিন সরণীতে মথুরাপুর থানার ওসির বাড়িতে ঘর ভাড়া নিয়ে মোটা অংকের টাকার ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা চক্র খুলেছিল অভিযুক্তরা।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর মেয়ের সঙ্গে ১০ বছরের প্রেম! আজও সেই সম্পর্ক অস্বীকার করেন দু’জনেই, প্রভাসের সেই প্রেমিকা কে জানেন? চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

advertisement

মথুরাপুর থানার ওসির ওই বাড়িটি বর্তমানে দেখাশোনা করতেন তাঁর ভাইপো। সেখানেই বহিরাগত ছেলেমেয়েদের নিয়ে এসে এই প্রতারণার চক্র চালানো হচ্ছিল। বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায়। এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, এইভাবে কাদের প্রতারণা করা হয়েছে সে বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fraud Racket: পুলিশ অফিসারের বাড়ি ভাড়া নিয়েছিল 'ওরা', সেখানেই রমরমিয়ে চলছিল...! খবর জানাজানি হতেই যা ঘটল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল