TRENDING:

Naihati Boro Maa: সাঙ্ঘাতিক কাণ্ড! নৈহাটির জাগ্রত বড়মা কালীর নামে প্রতারণা! ঘটনা জানলে ভয়ে সিঁটিয়ে যাবেন

Last Updated:

Naihati Boro Maa Fraud: প্রতারণার শিকার খোদ নৈহাটির জাগ্রত বড়মা কালী! বহু বছর ধরে নৈহাটির বড়মা কালীর পুজো চলে আসলেও, বিগত কয়েক বছর ধরে মানুষের বিশ্বাসের কারণে বহুগুণে বেড়েছে নৈহাটির বড় মা কালীর পুজোর আয়োজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নৈহাটি: প্রতারণার শিকার খোদ নৈহাটির জাগ্রত বড়মা কালী! বহু বছর ধরে নৈহাটির বড়মা কালীর পুজো চলে আসলেও, বিগত কয়েক বছর ধরে মানুষের বিশ্বাসের কারণে বহুগুণে বেড়েছে নৈহাটির বড় মা কালীর পুজোর আয়োজন। ভক্ত সংখ্যাও বাড়ছে দিনে দিনে। জেলা ছাড়িয়ে রাজ্য এমনকী দেশ-বিদেশেও ছড়িয়ে পড়েছে বড়মার ভক্ত। প্রতিবছর লক্ষাদিক ভক্ত সসমাগমে হয় বড় মা কালীর অরবিন্দ রোডে বিশালাকৃতির মূর্তির পুজো। পাশাপাশি নৈহাটি বড় মা কালী পুজো সমিতির তরফ থেকে নতুন মন্দির প্রতিষ্ঠা করে সেখানেই কষ্টিপাথরের মূর্তি স্থাপন করা হয়েছে বড়মা কালীর। ফলে সারা বছরই মানুষজন দূর-দূরান্ত থেকে আসেন এই মন্দিরে পুজো দিতে।
বড়মা কালী
বড়মা কালী
advertisement

শুধু তাই নয়, নিজের মনের ইচ্ছা জানিয়ে মাকে দূর দূরান্ত থেকে অনলাইনেও পুজো দেন ভক্তরা। তবে এবার বড়মার এই মাহাত্ম্যের প্রচার চালিয়েই লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। দীর্ঘদিন ধরে নৈহাটির বড়মার নাম ও ছবি দিয়ে একটি ওয়েবসাইট খুলে বড়মার কাছে পুজো দেওয়া থেকে শুরু করে যজ্ঞ-সহ নানা প্রান্ত থেকে ভক্তদের দানের অর্থ হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুনঃ জঙ্গলের বুক চিড়ে রাজপথ! শাল-পিয়ালের ঘন জঙ্গলে সূর্যাস্তের মায়াবী দৃশ্য, ঝাড়গ্রামের এই জায়গায় না গেলে বড় মিস

বড়মা পুজো কমিটি ট্রাস্ট এর তরফ থেকে অভিযোগের ভিত্তিতে অবশেষে নৈহাটি থানার পুলিশ তদন্তে নেমে, হুগলির রিষড়া থেকে সুরজিৎ কুন্ডু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল। তার কাছ থেকে একটি ল্যাপটপ, একটি মোবাইল ও একটি ব্যাঙ্কের পাস বই উদ্ধার করেছে পুলিশ। বেশ কিছুদিন ধরেই এ ধরনের প্রতারণা চক্র চলছে বলে খবর পান নৈহাটি বড়মা পুজো কমিটি। কয়েকদিন আগেই এই গোটা বিষয়টি জানানো হয় প্রশাসনকে। এরপরই তদন্তে নেমে প্রতারককে চিহ্নিত করে।

advertisement

আরও পড়ুনঃ কুৎসিত দেখতে এই সবজি সোনার চেয়েও দামী! নিংড়ে নেয় রক্তের জেদি রোগ-বিষ, অচেনা এই সবজি বাজার খুঁজে আনুন আজই

নৈহাটি পুরসভার পুরপ্রধান তথা বড়মা পুজো কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায় জানান, বিষয়টি নজরে আসার পর পুলিশকে জানানো হয়েছিল। তার ভিত্তিতেই একজনকে গ্রেফতার করা হয়েছে বলে শুনেছি। তবে যাকে গ্রেফতার করা হয়েছে তার মেয়ে আন্তর্জাতিক স্তরে শুটিং কম্পিটিশনে সুযোগ পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে, দীর্ঘদিন ধরে দেবতার নামে যিনি প্রতারণা করছিলেন এই মেয়েটির বাবা হচ্ছেন তিনি। পুলিশ এরপর তদন্ত করে দেখবে তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা। তারপর আইনত যা ব্যবস্থা তা নেওয়া হবে।

advertisement

তবে এ ধরনের কাজ যারা করছেন তাদের একটু ভাবা উচিত বলেও অনুরোধ জানান অশোকবাবু। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে নৈহাটি জুড়ে। সেক্ষেত্রে অনলাইনে বড়মার কাছে পুজো দিতেও হন সতর্ক, বড় মা পুজো কমিটির নতুন চালু করা নির্দিষ্ট অ্যাপ এর মাধ্যমেই পুজো দেওয়ার আবেদন জানানো হচ্ছে পুজো কমিটির তরফে, যাতে এ ধরনের প্রতারণা এড়ানো সম্ভব হয় সাধারণ ভক্তদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Naihati Boro Maa: সাঙ্ঘাতিক কাণ্ড! নৈহাটির জাগ্রত বড়মা কালীর নামে প্রতারণা! ঘটনা জানলে ভয়ে সিঁটিয়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল