তেমনই আহত একটি শিয়ালকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিল বর্ধমান অ্যানিমাল ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি পশুপ্রেমী সংস্থা। সংস্থার সদস্য অর্ণব দাস জানিয়েছেন, সাতদিন আগে বর্ধমানের হাটগোবিন্দপুর এলাকায় একটি শিয়ালকে আহত অবস্থায় রাস্তার পাশে পরে থাকতে দেখে প্রজ্জ্বল চন্দ নামে এক পড়ুয়া তাদের সংস্থায় ফোন করে খবর দেয়। এরপর বর্ধমান থেকে ঘটনাস্থলে পৌঁছে আহত শিয়ালটিকে উদ্ধার করে সংস্থার অফিসে নিয়ে আসা হয়।
advertisement
তিনি জানিয়েছেন, এটি একটি মাস ছয়েকের মেয়ে শিয়াল ছিল। শিয়ালটির সামনের ডান পায়ের থাবায় চোট ছিল। তাই হাঁটতে অসুবিধা হচ্ছিল। সাতদিন চিকিৎসা ও শুশ্রূষা করার পর কিছুটা সুস্থ হলে মঙ্গলবার শিয়ালটিকে বর্ধমান বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: কী ভূমিকা ছিল ওই রাতে, ডেকে পাঠানো হল সিভিক ভলেন্টিয়ারকে, আনিস কাণ্ডে খুলবে জট?
বন দফতর সূত্রে জানা গিয়েছে, শিয়ালটি বর্তমানে সুস্থ আছে। প্রতিদিন ১কেজি করে মুরগির মাংস খাচ্ছে। শিয়ালটিকে এখন রমনা বাগান অভয়ারণ্যেই রাখা হবে। বিভাগীয় সহকারী বনাধিকারিক সারদা সাহা জানিয়েছেন, বর্তমানে রমনাবাগানে শিয়ালের জন্য নির্দিষ্ট এনক্লোজার রয়েছে। সেখানে একটি বয়স্ক ও একটি কম বয়সের শিয়াল আছে। হাটগোবিন্দপুর থেকে যে শিয়ালটিকে আনা হয়েছে সেটিকেও এখন এখানেই রাখা হবে।
আরও পড়ুন: সাত-সকালেই দুই যুবকের দিকে চলে গেল সব নজর, ব্যাপক চাঞ্চল্য জামালপুরে!
পশুপ্রেমীরা বলছেন, নগরায়নের ফলে ক্রমশ বন জঙ্গল কমছে। তার সঙ্গে তাল মিলিয়ে কমছে শিয়ালের সংখ্যাও। দিনে তারা বিশ্রামে থাকলেও রাতের অন্ধকারে খাবারের সন্ধানে বের হয়। তখন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় আহত বা মৃত্যু হচ্ছে তাদের অনেকেরই। এর আগেও রাস্তার ধার থেকে আহত শেয়াল উদ্ধার করা হয়েছিল ফের একটি শিয়ালকে আহত অবস্থায় পাওয়া গেল। তবে এই শিয়ালটিকে বাঁচিয়ে তোলা সম্ভব হওয়ায় আমরা খুশি।