ধৃত চার নেতার মধ্যে রয়েছেন আইএনটিটিইউসি-র তমলুক জেলা সভাপতি তাপস মাইতি এবং জেলার আর এক দাপুটে আইএনটিটিইউসি নেতা ও হলদিয়ার পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়৷ এ ছাড়াও গ্রেফতার করা হয়েছে সৌমেন নাগ ও শেখ মইদুল ইসলাম নামে শাসক দলের শ্রমিক সংগঠনের আরও দুই নেতাকে৷
আরও পড়ুন: পছন্দের লোককে কাজ দিতে হবে, সরকারি এক আধিকারিককে রিভলবার দিয়ে প্রাণে মারার হুমকি
advertisement
এই ঘটনার পরই মঙ্গলবার রাতে হলদিয়া পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ এ দিন হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেছেন মলয় ঘটক ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷
এর পাশাপাশি দলের শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করেন তাঁরা৷ সেই বৈঠকে একদিকে যেমন সরকার এবং শাসক দলের তরফে শিল্প সংস্থার প্রতিনিধিদের আশ্বস্ত করা হয়েছে, সেরকমই দলের নেতাদেরও বুঝিয়ে দেওয়া হয়েছে যে শিল্পক্ষেত্রে কোনও রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না৷ সরকারের এই মনোভাবে খুশি শিল্প সংস্থার প্রতিনিধিরাও৷
মলয় ঘটক পরে জানিয়েছেন, 'শিল্পবান্ধব পরিবেশ নষ্ট করা যাবে না, মুখ্যমন্ত্রী এটাই চান৷ সেটা সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে৷' অভিযুক্ত দুই নেতা তাপস মাইতি এবং সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কেও সাসপেন্ড করা হয়েছে৷ পাশাপাশি, আইএনটিটিইউসি থেকে স্পেশ্যাল অবজার্ভার পদটিও তুলে দেওয়া হয়েছে৷
আরও পড়ুন: Haldia-র মাদুলি বাবার চক্র ফাঁস, Corona সারিয়ে দেওয়ার দাবি করতেই বাড়িতে police-এর হানা
হলদিয়ার শিল্প তালুকে অন্যতম বড় নাম এক্সাইড ব্যাটারি কারখানা৷ অভিযোগ, বিক্ষোভের নামে গত কয়েকদিন ধরেই কারখানায় শ্রমিকদের ঢুকতে বাধা দিচ্ছিল শাসক দলের শ্রমিক সংগঠনের নেতারা৷ ফলে ব্যাহত হচ্ছিল কারখানার স্বাভাবিক কাজকর্ম৷ বাধ্য হয়ে সংস্থার তরফে দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করা হয়৷ তার পরেই প্রথমে সৌমেন নাগ ও শেখ মইদুল ইসলাম নামে দুই নেতাকে গ্রেফতার করে পুলিশ৷
এর পর মঙ্গলবার দুপুরেই আইএনটিটিইউসি-র তমলুক তাপস মাইতি ও পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে থানায় ডেকে পাঠায় পুলিশ৷ রাতভর জেরা করার পর ওই দু' জনকেই গ্রেফতার করা হয়৷ এ দিন চার অভিযুক্তকেই হলদিয়ার আদালতে তোলে পুলিশ৷ তাপস মাইতিকে সরিয়ে তমলুকে আইএনটিটিইউসি-র নতুন সভাপতি করা হয়েছে শিবনাথ সরকারকে৷
হলদিয়ার নামী কারখানায় এই অচলাবস্থার খবর পৌঁছয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও৷ মুখ্যমন্ত্রীর নির্দেশেই এ দিন হলদিয়া ভবনে শিল্প সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মলয় ঘটক এবং ঋতব্রত বন্দোপাধ্যায়। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রীর তরফে শিল্প সংস্থার প্রতিনিধিদের আশ্বস্ত করা হয়৷ সরকারের এই ভূমিকায় খুশি শিল্প মহলও৷ হলদিয়ার এক্সাইড কারখানার চিফ অপারেশনাল ম্যানেজার তরুণকুমার পাল বলেন, 'দীর্ঘদিন ধরে কারখানার কাজে বাধা দেওয়া হচ্ছিল৷ এই পদক্ষেপের প্রয়োজন ছিল৷'