TRENDING:

Toto Accident: টোটোতে ছিলেন দুই মহিলা, একটি বাচ্চা! সামান্য ভুল, তাতেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

Last Updated:

Toto Accident- যাত্রী বোঝাই টোটোতে চার চাকা গাড়ির সজোরে ধাক্কা, ঘটনায় আহত চার, আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। ঘাতক গাড়ির চালক পলাতক, ঘটনাস্থলে পুলিশ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণনগর: যাত্রী বোঝাই টোটোতে চার চাকা গাড়ির সজোরে ধাক্কা! ঘটনায় আহত চার, আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। ঘাতক গাড়ির চালক পলাতক, ঘটনাস্থলে পুলিশ।
টোটো দুর্ঘটনা গাড়ির সাথে
টোটো দুর্ঘটনা গাড়ির সাথে
advertisement

নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত শিমুলতলা এলাকায় টোটো এবং চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় আহত চার। নবদ্বীপ থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল ছোট চার চাকা প্রাইভেট গাড়িটি। অপরদিকে, কৃষ্ণনগর থেকে নবদ্বীপের দিকে যাচ্ছিল টোটো। টোটোতে থাকা দুই মহিলা এক বাচ্চা এবং টোটো চালক গুরুতর আহত হয়েছেন।

চারচাকা গাড়ি চালক পলাতক। আহতদের এলাকাবাসীর দ্রুত উদ্ধার করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। বর্তমানে সেখানেই তারা চিকিৎসারত। জানা যায়, বেপরোয়াভাবে চার চাকা গাড়িটি আসছিল নবদ্বীপের দিক থেকে কৃষ্ণনগরের দিকে। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকে ঢুকে টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ঘাতক গাড়ির ড্রাইভার-এর খোঁজে তল্লাশি শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।

advertisement

আরও পড়ুন- কেন ৩৬৭ রানে ডিক্লেয়ার করলেন মুল্ডার? কেন ভাঙলেন না লারার রেকর্ড? জানা গেল আসল কারণ

View More

দিনের পর দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনার সংখ্যা। শহর থেকে গ্রাম—প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। কোথাও দ্রুতগতির চারচাকা, কোথাও নিয়ম না মানা বাইক, আবার কোথাও বেপরোয়া ওভারটেক—ফলে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। শুধু মৃত্যু নয়, পঙ্গু হচ্ছেন অনেকে, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে বহু পরিবার বিপর্যস্ত হয়ে পড়ছেন।

advertisement

পরিসংখ্যান বলছে, শুধুমাত্র গত মাসেই রাজ্যজুড়ে ঘটেছে ৭০০-রও বেশি পথ দুর্ঘটনা, যার মধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় ২৫০ জন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১,৫০০। বিশেষজ্ঞরা বলছেন, ট্র্যাফিক নিয়ম অমান্য, হেলমেট ও সিটবেল্ট না পরা, মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো, এবং অদক্ষ চালকদের গাড়ি চালানোই এই দুর্ঘটনার প্রধান কারণ।

পুলিশ ও প্রশাসনের তরফে চালানো হচ্ছে নানা সচেতনতামূলক কর্মসূচি। স্কুল-কলেজে দেওয়া হচ্ছে ট্র্যাফিক সেফটি বিষয়ে সচেতনতা বার্তা, শহরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, পথচারীদের জন্য করা হয়েছে আলাদা জেব্রা ক্রসিং। তবে তবুও বহু মানুষ ট্র্যাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চালাচ্ছেন গাড়ি, যার পরিণামই এই লাগাতার দুর্ঘটনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto Accident: টোটোতে ছিলেন দুই মহিলা, একটি বাচ্চা! সামান্য ভুল, তাতেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল