পুলিশ সূত্রে খবর, গত ৯ নভেম্বর রাজারহাটের বৈদিক ভিলেজের একটি রিসর্ট ভাড়া নেন কয়েকজন৷ পরের দিন, অর্থাৎ ১০ নভেম্বর পার্টির জন্য বৈদিক ভিলেজের একটি রিসর্ট ভাড়া নেওয়া হয়৷ পার্টিতে প্রায় ১৫ জন মতো অংশ নেন৷
আরও পড়ুন: অরুণিমার হাতে মানুষের কামড়েরই দাগ! লিখে দিলেন সরকারি হাসপাতালের চিকিৎসক
advertisement
অভিযোগ, পার্টি শেষ হওয়ার পরই মাদক জাতীয় কিছু তরলের সঙ্গে খাইয়ে ওই তরুণীকে আচ্ছন্ন করে ফেলা হয়৷ এর পরেই চার যুবক মিলে তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ৷
আরও পড়ুন: প্রাক্তন স্ত্রীর পেটে ছুরি মেরে পলাতক যুবক! হাড় হিম করা ঘটনা জয়নগরে
ঘটনার পরের দিনই রাজারহাট থানায় চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই তরুণী৷ অভিযোগ পেয়েই তৎপরতার সঙ্গে চার অভিযুক্তকেই গ্রেফতার করে পুলিশ৷ যদিও এই ঘটনায় ওই রিসর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশি তদন্তে রিসর্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে৷ কেন রিসর্ট কর্তপক্ষের পক্ষ থেকে পুলিশকে কিছু জানানো হল না, সেই প্রশ্নও উঠছে৷ এ দিন রিসর্ট কর্তৃপক্ষকেও রাজারহাট থানায় তলব করা হয়৷
আজই ধৃতদের বারাসত আদালতে পেশ করা হবে৷ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে৷